ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
বৈষম্যহীণ আগামীর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করবে বলে আশ্বস্ত করেন কেন্দ্রীয় বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
শনিবার(১২ অক্টোবর) বিকাল ৩ টায় জেলা পৌর শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের মাঠে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের রিক্সা ভ্যান শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমিক সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুল বারির সভাপতিত্বে জেলা শ্রমিক দল ও রিক্সা ভ্যান শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ মোস্তাকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি মাহবুব শ্যামল বলেন, বিগত সরকারের আমলে যে নিবার্চনগুলো হয়েছে সেখানে জনগণের অংশ গ্রহণ ছিল না। রাতের আধারে, ডামি প্রার্থী ও সব দল ও জনগণের অংশগ্রহণ বিহীন নির্বাচনে করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। তাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে তাদেরই দোষড়রা পাশে দায়নি। আমরা বর্তমান সরকারের কাছে সকল গণতান্ত্রিক দলের অংশ গ্রহণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের দলকে জনগণ ভোট দিলে রাষ্ট্রের ক্ষমতা আসব এবং সমাজ থেকে সকল প্রকাশ বৈষম্য দুর করতে কাজ করব।
ইঞ্জিনিয়ার শ্যামল আরো বলেন, জনগণই হচ্ছে রাজনৈতিক দলের শক্তি। তাই আওয়ামী লীগ সরকারের এই পতন থেকে শিক্ষা না নিয়ে জনবিচ্ছিন্ন হলে আমাদেরও পতন হবে। শ্রমিক ভাইদের উপর আর বৈষম্য হতে দিব না। যাদের কে অবৈধ রিক্সার ও ভ্যানের লাইসেন্স দিয়ে তা বাতিল করে প্রকৃত শ্রমিক ভাইদের কে দেওয়া হবে বলে জানান।
এসময উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মুমিনুল হক মুমিন, আনিসুল ইসলাম মঞ্জু, আলী আজম, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার চৌধুরী, চট্টগ্রাম বিভাগীর নেতা তাপস, জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক বাবু, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয়তাবাদি দল(বিএনপি) এবং যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিক দলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ।