Homeজেলাশরীয়তপুরে সখিপুরে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকিতে আতঙ্কিত ৮ পরিবার ও ১টি স্কুল...

শরীয়তপুরে সখিপুরে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকিতে আতঙ্কিত ৮ পরিবার ও ১টি স্কুল প্রতিষ্ঠান

মেহেদী হাসান, শরীয়তপুর জেলা প্রতিনিধি।।

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৮টি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দিয়েছে একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার আসামী ও তার সহযোগীরা। এ ঘটনায় উক্ত ৮ পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের ভয়ে হাট-বাজারে যেতে পারছেন না তারা। ইতোমধ্যে মানিক সরকার ও সুলাইমান প্রধানিয়াকে মারধর করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শরীয়তপুরে ভেদরগঞ্জ সহকারী জজ আদালতে এ সংক্রান্ত ৪টি মামলা চলমান থাকলেও আইন-আদালতের তোয়াক্কা করছেন না উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার আসামী ও তার সহযোগীরা।


আরও পড়ুন:সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিবেশীয় বনায়ন কার্যক্রমের উদ্বোধন


ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভুক্তভোগী মানিক সরকার, সুলাইমান প্রধানিয়া, তকদির হোসেন সরকার ও নাছির সরকারসহ স্থানীয়রা জানান, চর তারাবুনিয়া মৌজার এসএ ১০০১৫ ও ১০০১৬ নং দাগের মোট ২ একর ৯৩ শতাংশ জমিতে হানিফ ছৈয়াল, হোসেন ছৈয়াল, শিরিনা বেগম, নাছির সরকার, খোকন সরকার, মানিক সরকার, সোলাইমান প্রধানিয়া, কুলসুম বেগম গত ৫০ বছর যাবত তাদের পৈত্রিক সম্পত্তিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। উক্ত সম্পত্তির মধ্যে নিউ রাইজিং সান কিন্ডার গার্টেন নামে একটি স্কুল, পারিবারিক কবরস্থান, একটি মসজিদ ও দোকানঘর রয়েছে। কিন্তু একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা, প্যানেল চেয়ারম্যান আক্তার আসামী ও তার সহযোগিরা উক্ত সম্পত্তি থেকে ১ একর ২০ শতাংশ জমি ক্রয় করেছেন। তাই তারা তাদের ক্রয়কৃত জমি থেকে ঘরবাড়ি সরিয়ে নিতে বলেছেন বলে জানা গেছে। এ বিষয়ে ৪টি মামলা চলমান রয়েছে। এসব অভিযোগ সম্পর্কে অভিযুক্ত আক্তার আসামীকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এসব মিথ্যা কথা। আপনারা সরেজমিনে এসে দেখেন। তাদেরকে বিষয়টি মীমাংসার জন্য ডাকা হলেও তারা আসেননি।

সর্বশেষ খবর