Homeজেলাগাজীপুরে আজও ৩ কারখানায় বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে আজও ৩ কারখানায় বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে ৩টি কারখানায় বিক্ষোভ করছেন শিল্প শ্রমিকরা। হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট ডিউটিসহ একাধিক দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকার পূর্বানী, লগোজ ও এটিএফ অ্যাপারেলস কারখানায় শ্রমিকরা এ বিক্ষোভ করে।

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিক-মালিক পক্ষের সঙ্গে মধ্যস্থতা করেছে বলে জানা গেছে।


আরও পড়ুন:বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৬৭ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা


আন্দোলনরত শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট ডিউটির বিলসহ বিভিন্ন ভাতা কারণ ছাড়াই আটকে রাখছে। বিষয়টি নিয়ে একাধিকবার মালিকপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো তোয়াক্কা করছে না।

আন্দোলনরত শ্রমিক আশরাফ মিয়া বলেন, আমাদের টিফিনের বিল হাজিরা বোনাসের টাকা আটকে রেখে মালিকপক্ষ বড়লোক হতে চায়। আমরা যে ঘাম ঝরিয়ে তাদের কারখানায় কাজ করি, এসবের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, গাজীপুরের মৌচাক এলাকায় তিন কারখানায় শ্রমিকরা আন্দোলন করেছে। তবে এখন সব স্বাভাবিক রয়েছে।

Exit mobile version