ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও প্রাণনাশের ঘটনায় দায়ের হওয়া মামলায় যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মিলন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ছাড়াও শহিদুল ইসলামের মিলনের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, জমি দখল, লুটপাটসহ বহু অভিযোগ রয়েছে। তবে প্রভাবশালী দলের জেলা সভাপতি থাকায় ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পাননি বলে জানা গেছে।