Homeজেলামরিচের কেজি ৪০০ টাকা

মরিচের কেজি ৪০০ টাকা

ঝিনাইদহ :

ঝিনাইদহের বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের নতুন হাটখোলা বাজারে গিয়ে দেখা যায়, ৪০০ টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
নতুন হাটখোলা বাজারের সবজি ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, গত কয়েকদিন বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করেছি


আরো পড়ুন:মহানবী (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ


টানা বৃষ্টিতে হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

নতুন হাটখোলা বাজারের আরেক সবজি ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, বৃষ্টির কারণে খেতে মরিচ নষ্ট হচ্ছে। এতে সরবরাহ অনেকটাই কমে গেছে। তাই দাম বেড়ে গেছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে আমাদের পক্ষ নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

সর্বশেষ খবর