Homeসর্বশেষ সংবাদরাজবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়

রাজবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়

মিঠুন গোস্বামী ,রাজবাড়ী প্রতিনিধি।।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে রাজবাড়ী জেলা বিএনপি।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ খালেদ পাভেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।

এছাড়াও সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ন আহবায়ক রেজাউল হক শিকদার পিন্টু, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি ধীরেশ চন্দ্রবর্তী, সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তীসহ বেশ কয়েকটি মন্দিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, দেশ সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ অতীতের মতো এবারও আপনারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করবেন।রাজবাড়ী জেলা বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

পরে রাজবাড়ী সদর উপজেলার ২৬টি মন্দিরের সভাপতি, সাধারন সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকা তুলে দেন।

Exit mobile version