কাজী এহসানুল হক জিহাদ,প্রতিনিধি।।
শিক্ষক মানে আমাদের আরেক বাবা মা। শাসন স্নেহ সবকিছুই একজন শিক্ষকের মাঝে আছে। তারা যেমনি প্রয়োজনে আমাদের শাসন করেন তেমনি আবার স্নেহ করেন। তারা আমাদের কাছে যতটাই কঠোর আবার ততটাই কোমল।
আমার জীবনে আমার সকল শিক্ষাগুরুদের ভালোবাসার স্নেহ আমি সব সময় পেয়ে এসেছি।
বাবা মায়ের পরেই শিক্ষকের সম্মান।
বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষাগুরুকে জানাই আন্তরিক শুভেচ্ছা । শিক্ষার কোন শেষ নেই। কারো কাছে যদি দু কলম শিখে থাকি সে আমাদের শিক্ষা গুরু। আর শিক্ষা গুরুদের আমরা তাদের প্রাপ্য সম্মান করে আসবো সবসময়।
সবকল শিক্ষাগুরুকে আরো একবার জানাই আমার সালাম ও শিক্ষক দিবসের শুভেচ্ছা।