Homeজেলাশরীয়তপুরে প্রধান ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের দাবিতে মানববন্ধন।

শরীয়তপুরে প্রধান ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের দাবিতে মানববন্ধন।

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ৬টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বৃষ্টিকে উপেক্ষা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা।পুলিশের সাব ইন্সপেক্টর, নার্স, কৃষি অফিসাররা দশম গ্রেটে বেতন পান কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বেতন ১৩ তম গ্রেট। এই অবস্থায় শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। তাই দ্রুত গ্রেট বাস্তবায়নে দাবি জানান তারা।পরে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাদিয়া জেরিনের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আরো পড়ুন:বিএসইসির প্রধান ফটকে তালা, অবরুদ্ধ চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা


এ সময় বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমদাদুল হক, সাধারন সম্পাদক মো. সিরাজুল হক সুজল, শরীয়তপুর জেলা শাখার বৈষম্য নিরসণে প্রাথমকিক শিক্ষক সমন্বয় পরিষদের সদস্য রফিকুল ইসলাম, ইউনুছ শেখ, গোবিন্দ চন্দ্র দত্ত, মো. ফারুখ খন্দকারসহ আরও অনেকে।

Exit mobile version