Homeসর্বশেষ সংবাদপ্লাস্টিকের ব্যবহার রোধ ও নদী দূষণ বন্ধে শপথ নিল জলবায়ু কর্মীরা

প্লাস্টিকের ব্যবহার রোধ ও নদী দূষণ বন্ধে শপথ নিল জলবায়ু কর্মীরা

ইমরুল হাসান সাজন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।

‘নদী বাঁচলে বাচবে দেশ,আমার সোনার বাংলাদেশ, প্লাস্টিকের ব্যবহার রোধ করি,নদী দূষণ বন্ধ করি’ এই স্লোগানে সমবেত কন্ঠে একসাথে কুড়িগ্রামের ধরলা নদীকে দূষণমুক্ত রাখার শপথ নেন জেলার জলবায়ু কর্মীরা।

বৃহঃবার(৩ অক্টোবর) বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে কুড়িগ্রাম ধরলা নদীর পাড়ে জলবায়ু ও পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল এর আয়োজনে ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্বাবধানে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণের মাধ্যমে সামাজিক প্রচারাভিযানে অংশ নিয়ে তারা এ শপথ বাক্য পাঠ করেন।

এর আগে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা নদীর ধারে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও পলিথিন তুলে বস্তাবন্দি করে তা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেন। এরপরে নদীর ধারের ব্যবসায়ীদের ধরলা নদীতে দূষিত পানি না ফেলা ও প্লাস্টিক, নোংরা আবর্জনা না ফেলতে সচেতন করা হয়।

স্কুল-কলেজের এমন উদ্যোগ দেখে নদী দূষণ বন্ধে পাশে থাকার প্রতিশ্রুতি দেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী মো.আবু মিয়া বলেন, ’প্লাস্টিক নদীত ফেললে যে নদীর ক্ষতি হয় এইটা হামার জানা ছিলো না। কাইল থাকি এটে(নদী) কাউকে নোংরা পানি ,ময়লা প্লাস্টিক ফেলবার দেমো না।’

শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী মিম বলেন, আগামী ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে বর্তমান সরকার ব্যবসায়ীদের জেল-জরিমানা করবেন। আমরা তার আগেই স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করছি, যাতে তারা ক্ষতির শিকার না হয়ে নদীকে ভালো রাখেন।’

ইয়ুথনেট সদস্য রিফাত হোসেন রাসেল বলেন, ’নদী একটি দেশের রক্ত কনিকার মতো কাজ করে। নদী না থাকলে প্রান-প্রকৃতি বাঁচবে না। সেদিক থেকে আমরা ধরলা নদীকে দুষনমুক্ত রাখতে নিয়মিত মনিটরিং করবো এতে সকলের সহযোগিতা চাই।’

জেলা সমন্বয়ক সুজন মোহন্ত বলেন, ’কুড়িগ্রামে আমরা ইকোমেন প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষায় প্রতিনিয়ত কাজ করছি। সেদিক থেকে জেলা শহরের এই ফুসফুস ধরলাকে আমরা রক্ষা করতে চাই। নদী দূষণ বন্ধে স্বেচ্ছাশ্রমে আমরা এখানে ডাস্টবিস নির্মান করবো লোকজন যেন নদীকে নোংরা না করে আমরা বিশেষ দৃষ্টি দেবো।’

Exit mobile version