নাজমুস সাকিব, ঝিনাইদহ।।
ভারত থেকে আসা বিপুল পরিমাণ প্রসাধনী, শিশু খাদ্য, শাড়ি-কম্বল আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাগুররা ভায়না মোড় থেকে কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের কাভার্ড ভ্যান থেকে এসব মালামাল জব্দ করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১টায় ১৯ বেঙ্গল ঝিনাইদহ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রাদ এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন।
প্রেস ব্রিফিংয়ে ক্যাপ্টেন রাদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের চকলেট, শাড়ি, কম্বল, প্রসাধনী যশোর হয়ে মাগুরা পর হয়ে ঢাকা যাচ্ছে। এরপর তারা মাগুরার ভায়না মোড়ে বিভিন্ন সন্দেহভাজন পরিবহনে তল্লাশি পরিচালনাকালে এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান তল্লাশির সময় এ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে। এসময় মালামালের বিপরীতে কাগজ দেখতে চাইলে তারা নিয়ম মাফিক কাগজ দেখাতে না পারায় এগুলো জব্দ করে। পরে ঝিনাইদহ ১৯ বেঙ্গল ক্যাম্পে গাড়িসহ মালামাল নিয়ে আসে।
তিনি আরও জানান, এসব সামগ্রীর দাম আনুমানিক ৩০ লাখ টাকা। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হবে বলেও তিনি নিশ্চিত করেন।