Homeবাংলাদেশ৭০ অনুচ্ছেদ বাতিল না করলেও পরিমার্জন করা যেতে পারে: রুমিন ফারহানা

৭০ অনুচ্ছেদ বাতিল না করলেও পরিমার্জন করা যেতে পারে: রুমিন ফারহানা

সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করা না গেলেও কিছুটা পরিমার্জন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স ও ডিআইইউ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত না করেই সংবিধান সংস্কার করলে তা ফ্যাসিস্ট আমলের সংবিধানের মতোই অকার্যকর সংবিধানে পরিণত হবে।

সভায় অন্যান্য বক্তাদের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সংবিধান সংস্কার গণতান্ত্রিকভাবেই হতে হবে।

Exit mobile version