পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক বন্দুক হামলায় সাত শ্রমিক নিহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলায় স্থানীয় শনিবার সময় রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রদেশের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, ওই শ্রমিকরা কাজের জন্য স্থানীয় এক ঠিকাদারের বাড়িতে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। নিহতরা পূর্ব পাঞ্জাব প্রদেশের নির্মাণ শ্রমিক বলে জেলা পুলিশের সূত্র জানিয়েছে, ঘটনার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিচারের আওতায় আনতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
শাহবাজ শরিফকে উদ্ধৃত করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।