শিক্ষক বাতায়নের ব্যাজ লাভ
একজন শিক্ষক হয়ে উঠার পিছনে লুকিয়ে থাকে হাজারো গল্প, শ্রম আর ত্যাগ। আর আলোকিত শিক্ষক হতে
পারলেই শিক্ষকতাকে উপভোগ করা যায়।
মনে প্রাণে এবং আদ্যেপ্রান্ত শিক্ষক হতে সব সময় সাপোর্ট করে প্রিয়
শিক্ষক বাতায়ন। শিক্ষক বাতায়ন প্রোফাইলে “সেরা কন্টেন্ট নির্মাতা “(Best Content Creator) এবং “জেলা
অ্যাম্বাসেডর” (ICT4E, District Ambassador) ব্যাজ লাভ করলেন ৯০ দশকের সেরা প্রতিষ্ঠান প্রধান বগুড়া
জেলার সারিয়াকান্দি উপজেলার শোলারতাইড় কুতুবপুর কাশেফুল উলুম দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট,জনাব
আবুল কাশেম সাহেব।
আরো পড়ুন:যেভাবে বাঁচার আনন্দ পান রুনা খান, জানালেন নিজেই
ইতিপূর্বে তিনি ২০১৬,২০১৭,২০১৮ ও ২০১৯ সালে শিক্ষা মন্ত্রনালয়ের উপজেলা পর্যায়ে
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। তিনি সহ সকলেই
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন A2i ও শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষের প্রতি।