পাকিস্তানের জনপ্রিয় টিকটকার নাদিম মোবারক ওরফে নাদিম ননী ওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িতে ভুয়া নম্বর প্লেটের জন্য সম্প্রতি তাকে গ্রেপ্তার করে লাহোর পুলিশ।
গ্রেপ্তারের পর, ডিফেন্স পুলিশ গাড়িটি জব্দ করে এবং নাদিম ননী ওয়ালার বিরুদ্ধে অবৈধভাবে একটি ভুয়া নম্বর প্লেট ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে। তাকে আটকের সময় গাড়ির নম্বর প্লেট ছিল ‘আইকে ৮০৪’।
লাহোর ডিফেন্সের এসএইচওর মতে, নাদিম ননী ওয়ালাকে মেইন বুলেভার্ড ডিফেন্সের নিয়মিত টহলে চেক করার সময় তার গাড়ির নম্বর প্লেটটি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশি হেফাজতে দেয়া হয়।
উল্লেখ্য, নাদিম মোবারক জেলে যাওয়ার এটাই প্রথম ঘটনা নয়। আহমেদ আলী নামে এক ইউটিউবারকে অপহরণ করার চেষ্টায় সহযোগীতার দায়ে জনপ্রিয় এই টিকটকার ২০২২ সালেও গ্রেপ্তার হয়ছিলেন।