আন্তর্জাতিক টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। দেশের জার্সি গায়ে আর কখনো টি২০ ম্যাচ খেলতে দেখা যাবে না তাকে। এছাড়া দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি।
আজ বৃহস্পতিবার কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে এসব কথা নিজেই নিশ্চিত করেন সাকিব।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি২০তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।
এছাড়া ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই ফরম্যাট থেকেও অবসর নেবেন বলে জানিয়েছেন তিনি.
সেই হিসেবে ২০২৫ সালের ফেব্রুয়ারি অথবা মার্চে বাংলাদেশ অধ্যায় শেষ হবে সাকিবের। আর টি২০’তে তাকে দেখা যাবে না বলে, বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে থাকলো তার শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ।