দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বুধবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। এ সময় উভয় নেতা কুশল বিনিময় করেন।
অধ্যাপক ইউনূস বুধবার নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।
প্রধান উপদেষ্টার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত একটি সংবর্ধনায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।