আগামী ১ অক্টোবর থেকে ঢাকার সুপারশপগুলোতে শুরু হচ্ছে আইনে নিষিদ্ধ প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধে কঠোর অভিযান। এছাড়া ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও এ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল মার্কেটে আইনে নিষিদ্ধ পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কাঁচা বাজারে ক্লিন-আপ কার্যক্রম উদ্বোধন ও পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন তিনি।
এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অভিযানের বিষয়ে জানান উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা জানান, ঢাকা থেকে শুরু হলেও পরবর্তীতে সারাদেশে এ অভিযান পরিচালিত হবে।
উপদেষ্টা বলেন, আগে বার বার বলার পরেও যারা এখনো পলিথিন উৎপাদন করেন তাদের প্রতি কঠোর হবে প্রশাসন। প্লাস্টিক-পলিথিনের বিকল্প হিসেবে কাপড়, কাগজ ও পাটের সরবরাহ নিয়ে পরিবেশ অধিদপ্তর কাজ করছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান।