বিশ্বের জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লে ভারতে আসছে। আর সেটা নিয়েই ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা। টিকিটের দাম ২৫০০-৩০০০, ৩৫০০ এমনকি ৩৫ হাজার টাকার টিকিট রয়েছে। দাম বাড়তে বাড়তে এখন সেটা বিক্রি হচ্ছে ১-২ লাখ টাকায়! তবু টিকিটের চাহিদা তুঙ্গে।
মাত্র এক ঘণ্টায় টিকিট বিক্রি শেষ।
আগামী বছরের জানুয়ারিতে আসছে ভারত সফরে আসছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’। ২০১৬ সালের পর এটি তাদের দ্বিতীয় ভারত সফর। ফলে দেশটির ‘কোল্ডপ্লে’ ভক্তরা মুখিয়ে আছে সরাসরি গান শুনতে। ভারতে প্রাথমিকভাবে দুটি (১৮ ও ১৯ জানুয়ারি) কনসার্টের শিডিউল ছিলো।
কিন্তু দুই কনসার্টের টিকিট বিক্রি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে! দর্শকের এমন উপচে পড়া চাপের মুখে টিকিট প্ল্যাটফরম ‘বুক মাই শো’র ওয়েবসাইট ও অ্যাপ ক্র্যাশ করেছে। গতকাল ভারতীয় সময় দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরু হয়। এর আগেই বিপুল মানুষ ওয়েবসাইটে প্রবেশ করে। ফলে সাইটটি ডাউন হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর সচল হয় প্ল্যাটফরমটি।
এদিকে দর্শক চাহিদার কথা মাথায় রেখে ‘কোল্ডপ্লে’র আরও একটি শো বাড়ানো হয়েছে, যেটা অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। কনসার্টগুলোর টিকিটের দাম সর্বনিম্ন দুই হাজার ৫০০ রুপি, সর্বোচ্চ ১২ হাজার ৫০০ রুপি। মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টগুলো। প্রতিটি কনসার্ট হবে চার ঘণ্টাব্যাপী।
একবার কনসার্টে প্রবেশের পর যদি কেউ বের হয়ে যান, তাহলে পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না। বরাবরের মতো ভেন্যুতে প্রবেশের সময় ‘কোল্ডপ্লে’র এলইডি রিস্টব্যান্ড দেওয়া হবে শ্রোতাদের। অবশ্য সেটা বের হওয়ার সময় আবার ফেরত দিতে হবে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে লন্ডনে গঠিত হয় ব্যান্ড ‘কোল্ডপ্লে’। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন ক্রিস মার্টিন (ভোকাল ও পিয়ানো), জনি বাকল্যান্ড (গিটার), গাই বেরিম্যান (বেজ গিটার) ও উইল চ্যাম্পিয়ন (ড্রামার ও পারকাশন)।