ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার মধ্যরাতে ঝিনাইদহ,উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ কালের কণ্ঠকে জানান, শ্রীনাথপুর সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজন রোহিঙ্গাসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, সেই সময় তাদের বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।