রাশিয়ার অভ্যন্তরে দুই অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটি। বলা হচ্ছে এই হামলার মাধ্যমে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা চালানোর সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
হামলাগুলো চালানো হয়েছে রাশিয়ার দক্ষিণাঞ্চলের তিকোরেস্ক এবং পূর্বাঞ্চলের তেভারের ওকতাব্রাস্কির অস্ত্র ভাণ্ডারে।
এরমধ্যে তিকোরেস্কেরটি রাশিয়ার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ ভাণ্ডার ছিল। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে এসব তথ্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের কাছে খবর ছিল একটি ট্রেনে করে দুই হাজার টন অস্ত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। যারমধ্যে উত্তর কোরিয়া থেকে আসা অস্ত্রও ছিল। হামলার সময় ট্রেনটি অস্ত্র ভাণ্ডারে ছিল।
এদিকে, ইউক্রেনের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে এক ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনে হামলা চালায়। তবে শুরুর দিকে রাশিয়ার ভেতর হামলা চালাত না ইউক্রেন। তবে গত কয়েক মাস ধরে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাচ্ছে তারা। যদিও দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ব্যবহারের অনুমতি চাইলেও পশ্চিমা মিত্রদের কাছ থেকে এখনও সেই অনুমতি পায় নি ইউক্রেন।