টালিউড নায়িকা মিমি চক্রবর্তী। ঢাকাই সিনেমার নায়ক শাকিবের সঙ্গে ‘তুফান’ এ অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে এবার নায়িকা জানালেন কী করলে তার বন্ধু হওয়া যাবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মিমি।
যেখানে লেখা আছে, আমার বন্ধু হতে চাইলে হয় কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।
নায়িকার পোষ্য-প্রেম প্রত্যেকের জানা। তার নিজেরও কয়েকটি পোষ্য রয়েছে। তাদের নিয়ে প্রায় সময় বিভিন্ন পোস্ট করতে দেখা যায় মিমিকে। কিছুদিন আগেই তার জাদু একটি কাণ্ড ঘটিয়েছিল। সেই সঙ্গে অবশ্য সঙ্গ দিয়েছিল চিকু এবং ম্যাক্স। নায়িকার যোগাভ্যাসের ম্যাট ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে।