দেশের পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন দেশে ও বিদেশে অবস্থানরত নাগরিক বৃন্দ। গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক (ইউরোপ) এর উদ্যোগে এই বিবৃতিতে শনিবার ৬২৪ জন নাগরিক অনলাইনে স্বাক্ষর প্রদান করেন।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকাররের পতনের পর তিন পার্বত্য জেলায় সহিংসতা শুরু হয়েছে। নাগরিক বিৃতিতে বলা হয়, “এই সহিংসতায় গত ১৯ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনাবাহিনীর গুলিতে জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল চাকমা (৩০) এবং ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে অজ্ঞাত পরিচয়ের এক আদিবাসী যুবক মর্মান্তিকভাবে হত্যার শিকার হন। ভাংচুর ও লুটপাট করা হয় রাঙামাটির বনরূপা মৈত্রী বিহারে। পুড়িয়ে দেয়া হয় আদিবাসীদের দোকানপাট ও ঘরবাড়ি– সহায়-সম্পত্তি হারিয়ে পথে নামেন অনেক আদিবাসী।
তারা বলেন, “বাংলাদেশের সমতল ও পাহাড়ে প্রায় পঞ্চাশের বেশি আদিবাসী জাতিগোষ্ঠীর বসবাস। তাদের জাতিসত্ত্বার কোন সাংবিধানিক স্বীকৃতি নেই, তাদের মৌলিক মানবাধিকারও নিশ্চিত করা সম্ভব হয়নি। ১৯ ও ২০ সেপ্টেম্বরের নৃশংস ঘটনা পার্বত্য চট্টগ্রামে চলমান সেই রাষ্ট্রীয় মদদে জাতিগত আধিপত্যবাদের একটি সুস্পষ্ট উদাহরণ। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী এ বছরের ৭ এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ১০০-এর বেশি আদিবাসীকে সন্ত্রাসী সন্দেহে নির্বিচারে গ্রেফতার করা হয়েছে। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের প্রায় তিন যুগ পরেও এবং গত ৫ অগাস্ট ২০২৪-এ বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হলেও বাংলাদেশ রাষ্ট্রের মাধ্যমে পাহাড়ে এখনও আদিবাসী নির্যাতন বন্ধ হয়নি।
বাংলাদেশের আদিবাসীরা রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান অধিকার এবং সামাজিক অর্থনৈতিক সকল পর্যায়ে সমান অংশগ্রহণের জন্য সংগ্রাম করে চলেছেন। বাংলাদেশ সংবিধানের ২৭ এবং ৩২ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার এবং বৈষম্যহীন যাপনের রাষ্ট্রীয় অধিকার কাগজে-কলমে থাকলেও আজ পর্যন্ত আদিবাসীরা তাদের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এবং জাতিসত্ত্বার পরিচিতির স্বীকৃতি এবং মর্যাদা পাননি। মাত্র ১৩ হাজার বর্গকিলোমিটার পাহাড়ে রয়েছে ছয়-ছয়টি সেনানিবাস এবং অসংখ্য সেনা ছাউনি। পাহাড়ে একদিকে জারি রয়েছে স্বৈরাচারী সেনাশাসন, অন্যদিকে অবৈধ “সেটেলার”দের আরোপ করা জাতিগত বৈষম্য, নিপীড়ন ও অধিকার-হরণ। এই দুইয়ের সম্মিলিত আগ্রাসনে আদিবাসীদের অস্তিত্বই আজ সংকটের মুখে।”
বিবৃতিদাতারা মনেকরেন সাম্প্রতিক সহিংসতা বিভিন্ন অপপ্রচারের মোড়কে চলমান সাম্প্রদায়িক সংঘাতেরই ধারাবাহিকতা। তাই তারা বাঙালি এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃস্থাপনের লক্ষ্যে অবিলম্বে কিছু পদক্ষেপ নেয়ার দাবি করেন।
এই পরিপ্রেক্ষিতে তাদের দাবিগুলি হলো:
১। সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং বন্ধ করতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২। সহিংসতার উৎস সন্ধানে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত এবং দোষীদের যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে।
৩। ক্ষতিগ্রস্ত ও হুমকির মুখে থাকা আদিবাসী সম্প্রদায়গুলিকে পরিপূর্ণ সুরক্ষা ও সহায়তা প্রদান করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
৪। আদিবাসীদের জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি এবং সেইসাথে তাদের ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতিরও যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
৫। পাহাড়ে দখলদার অভিবাসীর বিস্তৃতি রোধ করতে হবে এবং আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
৬। পাহাড়ে অলিখিত সেনাশাসন বন্ধ করতে হবে।
বিবৃতিতে অনলাইনে স্বাক্ষরদাতা নাগরিকবৃন্দ:
আহমেদ নাদির, সোশ্যাল অ্যাক্টিভিস্ট (জার্মানি); নাজমুল আহমেদ, চিকিৎসক (সুইডেন); মতিউর রহমান, ব্যবসায়ী (ইতালি); তন্ময় কর্মকার, প্রকৌশলী (জার্মানি); শোয়াইব আহম্মেদ আসিফ, শিক্ষার্থী (বাংলাদেশ); বিপ্লব কুমার নাথ, শিক্ষার্থী (বাংলাদেশ); কাজী সাব্বির হোসেইন, শিক্ষার্থী (বাংলাদেশ); তাহসিন তাবাসসুম, শিক্ষার্থী (বাংলাদেশ); আহমেদ জাকি, আর্থিক অপরাধ তদন্তকারী (কানাডা); সৌরভ দে, শিক্ষার্থী (বাংলাদেশ); ফারিহা তাসনিম, শিক্ষার্থী (বাংলাদেশ); ইমরান হাসান শুভ, শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ); রশীদ মুনা, শিক্ষার্থী (বাংলাদেশ); তাজুল ইসলাম, শিক্ষক (বাংলাদেশ); অনুপম সৈকত শান্ত, লেখক ও অনলাইন-অ্যাক্টিভিস্ট (নেদারল্যাণ্ডস); ইয়ারসিং চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); শুভ ম্রং, ফ্রিল্যান্স কর্মী (বাংলাদেশ); রাজীব খান, স্ব-নিযুক্ত কর্মী (যুক্তরাজ্য); মোহাম্মদ জাহিদুল ইসলাম, উন্নয়নকর্মী (বাংলাদেশ); নয়ন বিশ্বাস, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); মিশকাত মহিউদ্দিন, শিক্ষার্থী (বাংলাদেশ); শাওন পারভেজ খান, চাকরিজীবী (বাংলাদেশ); সাইফ রাসেল, ভিডিও সম্পাদক (বাংলাদেশ); নাসির উদ্দিন টগর, লেখক ও অ্যাক্টিভিস্ট (বাংলাদেশ); জামাল আবেদীন ভাস্কর, অ্যাক্টিভিস্ট (যুক্তরাজ্য); আহমেদুর চৌধুরী, এক্সাইল প্রকাশক ও সম্পাদক (নরওয়ে); অমিত, শিক্ষার্থী (ভারত); নাসরিন হামিদ সোমা, হোম মেকার (যুক্তরাষ্ট্র); নূরবানূ আখতার, গৃহিণী (বাংলাদেশ); বিশাল বিশ্বাস, শিক্ষার্থী (বাংলাদেশ); এ,কে,শাহরিয়ার, মাস্টার্স শিক্ষার্থী. (বাংলাদেশ); মো: ওমর ফারুক, ব্যবসায়ী (বাংলাদেশ); শাহরোজা নাহরিন, লেখক ও অনুবাদক (কানাডা); ফুয়াদ আহসান চৌধুরী, চাকরিজীবী (বাংলাদেশ); ওমর ফারুক, প্রবাসী (বাংলাদেশ); নাদিয়া ইসলাম, লেখক, জিনেটিক এঞ্জিনিয়ার (স্পেন); সুদীপ জোয়ার্দার, শিক্ষার্থী (বাংলাদেশ); শানিমা জামান, শিল্পী (বাংলাদেশ); মোঃ ইমতিয়াজ হাসান, শিক্ষার্থী (বাংলাদেশ); শাহরিয়ার বিপ্লব, বাজার বিশ্লেষক (জার্মানি); রাহাত আফনান, মুক্ত পেশাজীবী (বাংলাদেশ); আর কে শামীম পাটোয়ারী, কবি ও সাংস্কৃতিক সংগঠক (বাংলাদেশ); মনোজিৎ দাম, শিক্ষার্থী (বাংলাদেশ); নাফিসা মোরসালিন, বেকার (যুক্তরাষ্ট্র); অরুপ বনিক, শিক্ষার্থী (বাংলাদেশ); নব কুমার, ব্যাংকার (বাংলাদেশ); মিশু তালুকদার, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); আজিম উদ্দিন, ব্যবসায়ী (বাংলাদেশ); পিয়াস বড়ুয়া, শিক্ষার্থী (বাংলাদেশ); মেহেদি হাসান সিয়াম, শিক্ষার্থী (বাংলাদেশ); সৌমেন দাস, যন্ত্র প্রকৌশলী (বাংলাদেশ); সবুজ, শিক্ষার্থী (বাংলাদেশ); নাসরিন খন্দকার, গবেষক (আয়ারল্যান্ড); মোহন মল্লিক, পেশাদার শিল্পী (বাংলাদেশ); অর্ক ত্রিপুরা, শিক্ষার্থী (বাংলাদেশ); শামস আবিরুজ্জামান সাইউম, শিক্ষার্থী (বাংলাদেশ); তাপস বিশ্বাস, ব্যবসায়ী (বাংলাদেশ); রাশিকুর রহমান রিফাত, প্রকাশক (বাংলাদেশ); শুলগ্না দেওয়ান, শিক্ষার্থী (বাংলাদেশ); হীরক মহলদার, শিক্ষার্থী (বাংলাদেশ); মাহফুজুল হাসান, বেকার (বাংলাদেশ); অঞ্জন দেব, ব্যবসায়ী (বাংলাদেশ); সালেহ সিদ্দিক, ব্যবসায়ী (বাংলাদেশ); রিয়াদ প্রধান, শিক্ষার্থী (বাংলাদেশ); প্রতীম বৈদ্য, শিক্ষার্থী (বাংলাদেশ); চিন্ময় গোস্বামী, ফ্রীল্যান্সার (ভারত); মুহাম্মদ আনিসুজ্জামান শিকদার, চাকরিজীবী (বাংলাদেশ); ঊম্মে হাবিবা নিসা, শিক্ষার্থী (বাংলাদেশ); জাহিদ হাসান, ব্যাংকার (বাংলাদেশ); লাবনী আশরাফি, চলচ্চিত্রকার ও শিক্ষক (বাংলাদেশ); জাহিদুল ইসলাম, ডিজাইনার (বাংলাদেশ); মো. রিয়াজুল ইসলাম, অবসরজীবী (বাংলাদেশ); আফনান রহমান ইলা, শিক্ষার্থী (বাংলাদেশ); শুভ ঘোষ, চাকরিজীবী (বাংলাদেশ); আসাদুজ্জামান আল মুন্না, রাজনৈতিক কর্মী (বাংলাদেশ); জাহিদুল রায়হান, শিক্ষার্থী (বাংলাদেশ); অরিত্র অরিন্দম, শিক্ষার্থী (বাংলাদেশ); টিপন তংচংগা, শিক্ষার্থী (বাংলাদেশ); কিবরিয়া আহমেদ, শিক্ষক (বাংলাদেশ); মাহফুজ চৌধুরী, শিক্ষক (বাংলাদেশ); অনসূয়া, শিক্ষার্থী (বাংলাদেশ); সৈকত, শিক্ষার্থী (বাংলাদেশ); সুজয় চৌধুরী সাম্য, শিক্ষক (বাংলাদেশ); ইমেল হক, চলচ্চিত্র নির্মাতা, অ্যাক্টিভিস্ট (বাংলাদেশ); রুদ্র প্রামানিক, আইটি ইঞ্জিনিয়র (বাংলাদেশ); রাগীব আহসান, ব্যবসায়ী (Finland); দীপ্তি দত্ত, শিক্ষক (বাংলাদেশ); তৌকির আহমেদ, শিক্ষার্থী (বাংলাদেশ); শোভন তালুকদার, শিক্ষার্থী (বাংলাদেশ); পূর্ণ মজুমদার, শিক্ষার্থী (বাংলাদেশ); শাকিল আহাম্মেদ, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); মোহাম্মদ ইমতিয়াজুর রহমান, বিজ্ঞানী (যুক্তরাষ্ট্র); উৎস ডিব্রা, শিক্ষার্থী, শ্রমজীবী (বাংলাদেশ); সুজন কুমার দে, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); রাহাত, স্থপতি (বাংলাদেশ); রাইয়ান রাজী, শিক্ষক, উত্তরা বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ); আলি আহমেদ তিতাস, শিক্ষার্থী (বাংলাদেশ); মো: আব্দুর রব, ব্যবসায়ী (বাংলাদেশ); কেশব র, শিক্ষার্থী (বাংলাদেশ); শৈবাল আদিত্য, কবি, সাংবাদিক (বাংলাদেশ); আবিদ হাসান, শিক্ষার্থী (বাংলাদেশ); সুজয় সরকার, শিক্ষার্থী (বাংলাদেশ); মো. মাকছুদুল হাসান, শিক্ষার্থী (বাংলাদেশ); আহসান হাবিব শাকিব, শিক্ষার্থী (বাংলাদেশ); সজিব, চাকরিজীবী (বাংলাদেশ); আসিফ সারোয়ার, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); রাফায়েল রফিক নূর, শিক্ষার্থী (বাংলাদেশ); ফারুক রহমান, সাংবাদিক (বাংলাদেশ); সজল পালিত, চিকিৎসক (বাংলাদেশ); রাকিবুল ইসলাম, আইটি টেকনিশিয়ান (ফ্রান্স); রুমি আকরাম, ব্যবসায়ী (বাংলাদেশ); বিদিশা দেওয়ানজি, বিশেষ শিক্ষা শিক্ষাবিদ (যুক্তরাষ্ট্র); অংকন তালুকদার, শিক্ষার্থী (ভারত); ফারিয়া চৌধুরী, লেখক (যুক্তরাষ্ট্র); মৈনাক মজুমদার, শিক্ষার্থী (ভারত); সাম্যদিত অনিন্দ্য, শিক্ষার্থী (বাংলাদেশ); আব্দুল্লাহ আল মুবিন, শিক্ষার্থী (ফিনল্যান্ড); আরিফ সনেট, ডকুমেন্টারি ফিল্মমেকার (বাংলাদেশ); জামিনুল ফেরদৌস, চাকরিজীবী (বাংলাদেশ); দুর্জয় ঘরামি, শিক্ষার্থী (বাংলাদেশ); শর্মী চাকমা, সরকারি চাকরিজীবী (বাংলাদেশ); পারভেজ হোসাইন, লেখক (বাংলাদেশ); তাহমিদ হাসান, লেখক, চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ); মারিয়া সুলতানা মানষী, শিক্ষার্থী (বাংলাদেশ); মুস্তাফা তাজওয়ার আরাফ, শিক্ষার্থী (বাংলাদেশ); শাহতাব সিদ্দীক অনীক, সাংবাদিক (বাংলাদেশ); এম. এম. রাহাত-উন-নবী, ভিডিও সম্পাদক (বাংলাদেশ); সোয়েব মোজাম্মেল, প্রবাসী (ফ্রান্স); অনিন্দ্য বড়াল অর্ক, শিক্ষার্থী (বাংলাদেশ); মাহিন হাসনাঈন সার্জা, শিক্ষার্থী (বাংলাদেশ); জয় কুমার পাল, শিক্ষার্থী (বাংলাদেশ); শামছুল তপু, ব্যাবসায়ী (দক্ষিণ আফ্রিকা); এ. কে. এম. ফয়সেলুজ্জামান, চাকরিজীবী (বাংলাদেশ); আরিফ জামান, চাকরিজীবী (বাংলাদেশ); প্রতীতি ইকবাল, স্থপতি (বাংলাদেশ); আমিরুল আবেদিন আকাশ, শিক্ষার্থী ও সাংবাদিক (বাংলাদেশ); সাগর হোসেন, সেফ (অষ্ট্রিয়া); রাহাত মুস্তাফিজ, লেখক ও একটিভিস্ট (নরওয়ে); জাহরা জাহান পার্লিয়া, আলোকচিত্রী (বাংলাদেশ); জগন্নাথ কর্মকার, ব্যবসা (বাংলাদেশ); গোলাম তারিক, চাকরিজীবী (যুক্তরাষ্ট্র); এলান শীর্ষ রাকসাম, শিক্ষার্থী (বাংলাদেশ); প্রীতম দেবনাথ, শিক্ষার্থী (বাংলাদেশ); তায়্যিবুর রহমান, চাকরিজীবী (বাংলাদেশ); সৈকত শিকদার, দৃশ্য শিল্পী (বাংলাদেশ); মোহাম্মদ আমজাদ হোসেন, স্ব-নিযুক্ত কর্মী (যুক্তরাজ্য); মো. মোজাম্মেল হুসাইন, চাকরিজীবী (বাংলাদেশ); রহমান মুফিজ, কবি, সাংবাদিক (বাংলাদেশ); রুপক কুমার বড়ুয়া, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); সামিয়া হায়দার, স্নাতক (বাংলাদেশ); মোহাইমিন রাফিদ খন্ডকার, শিক্ষার্থী (বাংলাদেশ); এস এম অনিক হাসান, চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ); সুমাইয়া শিকদার, শিক্ষার্থী (বাংলাদেশ); জুনেল চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); রঞ্জন নন্দী, স্ব-নিয়োজিত (কানাডা); আবির আর্য, শিক্ষার্থী (বাংলাদেশ); নারায়ন ঘোষ, ব্যবসায়ী (বাংলাদেশ); শাহরিয়ার রাফি, শিক্ষক (বাংলাদেশ); ঋত্বিক নয়ন, সাংবাদিক (বাংলাদেশ); মেহেরান সানজানা, অ্যাক্টিভিস্ট, অভিনেত্রী (বাংলাদেশ); স্নিগ্ধা রজক বৃষ্টি, শিক্ষার্থী (বাংলাদেশ); তৃণাশ্ম, লেখক (বাঙলাদেশ); নাদিম, বেকার ( বাংলাদেশ); আজফার হোসেন, অধ্যাপক, গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র (যুক্তরাষ্ট্র); পিনাক নন্দী, চাকরিজীবী (বাংলাদেশ); প্রশান্ত মল্লিক বিকাশ, শিক্ষার্থী (বাংলাদেশ); মোমেনা জলিল, আলোকচিত্র শিল্পী (বাংলাদেশ); নীলাঞ্জন কুমার চয়ন, মেডিকেল শিক্ষার্থী (বাংলাদেশ); জগন্ময় পাল, মানবাধিকার চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক (বাংলাদেশ); হিমাদ্রি শেখর রায়, শিক্ষার্থী, এম.এ. নাট্যকলা বিভগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ); মুশফিকুর রহমান, শিক্ষার্থী (বাংলাদেশ); সাদী মোহাম্মাদ শুভ, ভয়েজ ওভার আটিস্ট (বাংলাদেশ); মাসুদুল হাসান রনি, চাকুরিজীবী (কানাডা); সুশান্ত চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); অভিমন্যু মোহন্ত, আলোকচিত্র শিল্পী (বাংলাদেশ); মালিহা আলম, গবেষক (যুক্তরাষ্ট্র); ছায়েদুল হক নিশান, সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল (বাংলাদেশ); সুপম আচার্য, চাকরিজীবী (বাংলাদেশ); মাকসুদুর রহমান, উন্নয়ন কর্মী (বাংলাদেশ); শাহরিয়া শারমিন, আলোকচিত্র শিল্পী (বাংলাদেশ); বিলকিস আরা, ডাটাবেজ ডেভেলপার (যুক্তরাষ্ট্র); মাহমুদা খাঁ, উন্নয়নকর্মী (বাংলাদেশ); নায়লা শাহ, সাংবাদিক (বাংলাদেশ); সামিউর রউফ, আলোকচিত্র শিল্পী (বাংলাদেশ); নুর মোহাম্মদ ফেরদৌস চৌধুরী, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); মনজুর হাসান মামুন, বেকার (বাংলাদেশ); শিমুল সালাহ্উদ্দিন, কবি ও সাংবাদিক (বাংলাদেশ); নাহিয়ান মুশফিক, শিক্ষার্থী (বাংলাদেশ); সৌমিক মালাকার অনয়, ডাটা এনালিস্ট (বাংলাদেশ); তানবিরুল ইসলাম, শিক্ষার্থী (বাংলাদেশ); রিয়াদ আনোয়ার শুভ, ব্যবসায়ী (বাংলাদেশ); হানা শামস আহমেদ, পিএইচডি গবেষক, ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টো (কানাডা); নাইমা সিদ্দিকা, প্রাক্তন শিক্ষক (বাংলাদেশ); কাজী রোকসানা রুমা, তথ্যচিত্র নির্মাতা ও থিয়েটারকর্মী (বাংলাদেশ); ইরতিশাদ আহমদ, অধ্যাপক (এমিরেটাস), ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র); বিজয় চন্দ্র শর্মা, শিক্ষার্থী (বাংলাদেশ); সাদিকুর রহমান মিথুন, সাংবাদিক (বাংলাদেশ); বীথি সপ্তর্ষি, সাংবাদিক ও লেখক (সুইডেন); রহিন চাকমা, শিক্ষার্থী ( বাংলাদেশ); মুহাঃ তারিক হাসান খান, আইনজীবী (বাংলাদেশ); সুরভি সাঈদ, ডায়েটিশিয়ান (কানাডা); সুখেশ্বর চাকমা, উন্নয়ন ও সংস্কৃতি কর্মী (বাংলাদেশ); শ্রীধাম হাজং, চাকরিজীবী (বাংলাদেশ); মিটন দেবনাথ, শিক্ষক (বাংলাদেশ); প্রত্যয়ী চাকমা, সাংবাদিক (বাংলাদেশ); নুজহাত কামাল ঊর্মি, সাংবাদিক (বাংলাদেশ); মিসবাহুর রহমান, প্রাইভেট সার্ভিস (বাংলাদেশ); অশ্রু কাজী, শিক্ষার্থী (বাংলাদেশ); সাইদুর রহমান, সাংবাদিক (বাংলাদেশ); দিলীপ রায়, রাজনৈতিক কর্মী (বাংলাদেশ); আশীক রহমান, মুক্তজীবী (বাংলাদেশ); এ, শিক্ষার্থী (বাংলাদেশ); ইভা চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); সোহেল মন্ডল, অভিনেতা (বাংলাদেশ); রাশুয়ান মেহবার স্বপ্নীল, চাকরিজীবী (বাংলাদেশ); আবরার ফারহান জামান, শিক্ষক, প্রশিক্ষক ও কোচ (বাংলাদেশ); রথীন্দ্র নাথ বাপ্পি, ছাত্র ইউনিয়ন কর্মী (বাংলাদেশ); মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্র, মিডিয়াকর্মী (বাংলাদেশ); সানজানা ফারাহ আনান, শিক্ষার্থী (কানাডা); আদর্শ চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); সাকিব খন্দকার, শিক্ষার্থী (বাংলাদেশ); নুর নবী দুলাল, সম্পাদক, স্টেটওয়াচ (জার্মানি); পিন্টু আচার্য্য, শিক্ষার্থী (বাংলাদেশ); অপু চন্দ, আইনজীবী (বাংলাদেশ); রেজওয়ানা চৌধুরী, আলোকচিত্রী (বাংলাদেশ); বাধন অধিকারী, সাংবাদিক (বাংলাদেশ); আলিয়া ছোঁয়া, শিক্ষার্থী (বাংলাদেশ); ফারজানা আখতার, শিক্ষার্থী (যুক্তরাজ্য); ফাহমিদুল হক, শিক্ষক (যুক্তরাষ্ট্র); গায়ত্রী অরুণ, আলোকচিত্র শিল্পী (বাংলাদেশ); নাফিয়া ফারজানা অমিয়া, শিক্ষার্থী (বাংলাদেশ); ডেইজি বিশ্বাস, ফাইন্যান্স ব্যবস্থাপক (অষ্ট্রেলিয়া); নাসিম বানু, আলোকচিত্র শিল্পী (তুরস্ক); হাসান তৌফিক ইমাম, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (কানাডা); পারভেজ হাসেম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট (বাংলাদেশ); ড: মোহাম্মদ হাসান, সহকারী অধ্যাপক, কার্লটন বিশ্ববিদ্যালয় (কানাডা); রনেল চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); তৃষিয়া নাশতারান, ফিউচারিস্ট ও সংগঠক (বাংলাদেশ); এলিজা রহমান, গৃহিণী ( বাংলাদেশ); ফাইরুজ মুনতাহা খান, শিক্ষার্থী (বাংলাদেশ); আবদুল্লাহ আল আসিফ, শিক্ষার্থী (বাংলাদেশ); সৈয়দ বাবুল, অবসরপ্রাপ্ত, অ্যাক্টিভিস্ট (জার্মানি); শাওন সাহা, আলোকচিত্র শিল্পী (বাংলাদেশ); জাফরিন জাহান জেরিন, শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট (বাংলাদেশ); নব স্মৃতি চাকমা প্রত্যয়, শিক্ষার্থী (বাংলাদেশ); নওরিন তাসনিম, শিক্ষার্থী (বাংলাদেশ); শ্যামল কান্তি দাশ, সার্ভার (ফ্রান্স); মো : বনি আমিন, চাকরিজীবী (বাংলাদেশ); বেনজির বুশরা, ডাক্তার (বাংলাদেশ); সুমন চৌধুরী মনি, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); অনিক মিত্র, সাবেক মানবাধিকার কর্মী (বাংলাদেশ); সৈকত হালদার, ব্যবসায়ী (বাংলাদেশ); রুপম চাকমা, চাকরিজীবী (বাংলাদেশ); শুক্লা সিকদার, শিক্ষক ও গবেষক (অস্ট্রেলিয়া); নাজমা কাজী, ফার্মেসি টেকনিশিয়ান (কানাডা); ইফতেখারুল আলম, চাকরিজীবী (বাংলাদেশ); সুফিয়ান সিদ্দিকী নিলয়, আইনজীবী (বাংলাদেশ); হেমন্ত ত্রিপুরা, কৃষক (বাংলাদেশ); ডা. মেজবাউল খাঁন ফরহাদ, চিকিৎসক (সাইকিয়াট্রিস্ট) (বাংলাদেশ); নিপা তালুকদার, ব্যবসায়ী (বাংলাদেশ); ফারহানা আজিম, এনজিও কর্মী (কানাডা); মিনহাজুল আবেদীন মৃদুল, সাংবাদিক (বাংলাদেশ); ফারজানা আক্তার, প্রবাসী (যুক্তরাজ্য); আফসানা মৌসুমী, শিক্ষক (বাংলাদেশ); রিজওয়ানুর রহমান, ক্লাউড আর্কিটেক্ট (অস্ট্রিয়া); মোঃ হাসান শাহ্রিয়ার রহমান, ফ্রিল্যান্স গবেষক (বাংলাদেশ); সৌম্যদীপ হালদার, শিক্ষার্থী (ভারত); জাহাঙ্গীর আলম নান্নু, রাজনীতি (বাংলাদেশ); লিমন বড়ুয়া, রেস্টুরেন্ট ম্যানেজার (পর্তুগাল); রিয়াদ মাহমুদ, শিল্পী (বাংলাদেশ); বিপন চাকমা, চাকরিজীবী (বাংলাদেশ); এস এম আরিফুল হক, বেসরকারি চাকুরিজীবী (বাংলাদেশ); সাইফুর রহমান খান, কবি ও রাজনৈতিক কর্মী (বাংলাদেশ); ড. আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক (বাংলাদেশ); অয়ন সরকার, প্রাইভেট সেক্টর (ভারত); মতিউর মিঠু, উন্নয়ন কর্মী (বাংলাদেশ); হাবিব জাকারিয়া, শিক্ষক (বাংলাদেশ); কবিতা চাকমা, স্থপতি, লেখক (অস্ট্রেলিয়া); রিপন দেবনাথ, চাকরিজীবী (বাংলাদেশ); পারভীন আখতার, পরিবেশকর্মী (বাংলাদেশ); জোয়াহের মুসাভভির জ্যোতি, সিনেমাটোগ্রাফার (বাংলাদেশ); দেবাশীষ রায়, ফেডারেল সরকারী কর্মচারী (যুক্তরাষ্ট্র); জয়া দাহ, গৃহিণী (বাংলাদেশ); প্রশান্ত চক্রবর্ত্তী, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); রাজীব মজুমদার, স্বাস্থ্যকর্মী (বাংলাদেশ); গোবিন্দ মধু, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); জেসমীন চাকমা, চাকুরিজীবী (বাংলাদেশ); মাহমুদুল হক আরিফ, লেখক (বাংলাদেশ); রুদ্র আল মুত্তাকিন, শিক্ষার্থী (বাংলাদেশ); বর্ণালী সাহা, কথাসাহিত্যিক (অস্ট্রেলিয়া); মংসাই মারমা, আত্মকর্মসংস্থান (বাংলাদেশ); কে এম সাকের হোসাইন, চাকরিজীবী (বাংলাদেশ); উসাপ্রু মারমা, শিক্ষার্থী (বাংলাদেশ); সাক্ষ্য শাহীদ, অভিনেতা (বাংলাদেশ); ক্যপ্রুসাই মারমা, শিক্ষার্থী (বাংলাদেশ); রোকন উজ জামান, বিজ্ঞানী (যুক্তরাষ্ট্র); জ্ঞানেশ্বর চাকমা, উন্নয়নকর্মী (বাংলাদেশ); সুজয় চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); ডা অহিদা সুলতানা, চিকিৎসক (বাংলাদেশ); এম. নিজাম সিদ্দিকী, চাকরিজীবী (বাংলাদেশ); নাজমুননাহার মুক্তা, গৃহিণী (বাংলাদেশ); রূপা, গৃহিণী (বাংলাদেশ); মনিরা শরমিন, শিক্ষক ও চলচ্চিত্র সমালোচক (বাংলাদেশ); নিথুয়া রংখেং, চাকরিজীবী (বাংলাদেশ); কামরুল হাসান মামুন, শিক্ষক (বাংলাদেশ); আনমনা প্রিয়দর্শিনী, শিক্ষক ও গবেষক (যুক্তরাষ্ট্র); নিশান চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); হ্লামংচিং মারমা, শিক্ষার্থী (বাংলাদেশ); শরমিন্দ নীলোর্মি, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ); তৌহিদ দিদার, চিত্রশিল্পী (বাংলাদেশ); চৈতেঅং চাকমা, ব্যাংকার (বাংলাদেশ); তানভির অনয়, মানবাধিকারকর্মী, লেখক (যুক্তরাষ্ট্র); অঙ্কুর আহসান, শিক্ষার্থী (বাংলাদেশ); টরেন্ট চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); শেখ রাহুল, শিক্ষার্থী (বাংলাদেশ); শরিফুল হাসান, ঢাকা (বাংলাদেশ); জেম চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); পলিন চাকমা, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); রাসেল চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); মারজান, শিক্ষার্থী (বাংলাদেশ); ডা: তন্ময় সান্যাল, চিকিৎসক (বাংলাদেশ); ইমরান এইচ প্রামাণিক, শিক্ষার্থী (বাংলাদেশ); অভিজিৎ বড়ুয়া, চাকরিজীবী (বাংলাদেশ); টুম্পা তরফদার, সাংবাদিক (বাংলাদেশ); সৈয়দ এনামুল হক, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); অপরাজিতা সংগীতা, চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ); আবদুল্লাহ আল নোমান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট (বাংলাদেশ); ঊষাতন চাকমা, রাজনীতিবিদ (বাংলাদেশ); তরী চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); অমিত কুমার সিংহ, চাকরিজীবী (বাংলাদেশ); জান্নাত আরা, সাংবাদিক (বাংলাদেশ); লিটন চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); নাজমুস সাকিব বর্ষণ, শিক্ষার্থী, ব্যবসায়ী (বাংলাদেশ); স্বপন রায়, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); রঞ্জন কুমার দে, সাংবাদিক (বাংলাদেশ); উত্তম সরকার, চাকরিজীবী (বাংলাদেশ); নরেশ বালা, মেডিক্যাল টেকনোলজিস্ট (বাংলাদেশ); শাহরিয়ার শফিক, শিক্ষক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ); শরৎ চৌধুরী, শিক্ষক, নৃবিজ্ঞানী (বাংলাদেশ); সায়েমা খাতুন, নৃতাত্ত্বিক (যুক্তরাষ্ট্র); বিজয়া দেবনাথ, বেকার (বাংলাদেশ); জাবেদ চৌধুরী, চাকরিজীবী (বাংলাদেশ); কাজল কুমার দাস, লেখক ও অ্যাক্টিভিস্ট (বাংলাদেশ); কাজী তারেক হোসেন, শিক্ষার্থী (বাংলাদেশ); সঞ্জীব কুমার মজুমদার, শিক্ষক (বাংলাদেশ); দেবাশীষ ভট্টাচার্য্য, অপ্রাতিষ্ঠানিক শিক্ষক (বাংলাদেশ); রাহুল সরকার, চাকরিজীবী (বাংলাদেশ); রওশন ই ফাতিমা, শিক্ষক এবং গবেষক (যুক্তরাষ্ট্র); মোকাম্মেল জয়, শিক্ষার্থী (বাংলাদেশ); জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী (বাংলাদেশ); এলেন চাকমা, চাকরিজীবী (বাংলাদেশ); উৎসর্গ রায়, ফুলস্ট্যাক ডেভেলপার (বাংলাদেশ); সায়দিয়া গুলরুখ, সাংবাদিক (বাংলাদেশ); ইউসুফ সোহেল, সংগঠক (বাংলাদেশ); মোহাম্মাদ মামুনুর রশীদ, শিক্ষক (বাংলাদেশ); নাসিফ ফারুক আমিন, লেখক ও চিত্রনাট্যকার (বাংলাদেশ); সঞ্জয় কুমার হালদার, সাংবাদিক (বাংলাদেশ); আলী মো. আবু নাঈম, সমাজকর্মী (বাংলাদেশ); আফিকুন নাহার, ফার্মাসিস্ট (বাংলাদেশ); নাজমুল হুদা, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); মো: আরাফাত রহমান, শিক্ষক (বাংলাদেশ); থোয়াইচিং মারমা, শিক্ষার্থী (বাংলাদেশ); জাকারিয়া হুসাইন, ব্যাবসায়ী, সাবেক ছাত্রনেতা, বিপ্লবী ছাত্রমৈত্রী (বাংলাদেশ); সুবিজিৎ চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); সাকির মোহাম্মদ মুজতবা, গ্রাফিক্স ডিজাইনার (বাংলাদেশ); মোঃ তরিকুল ইসলাম, ব্যবসায়ী (বাংলাদেশ); পারভেজ আলম, সিনিয়র অফিসার (আইটি অ্যান্ড কমিউনিকেশনস) (বাংলাদেশ); শহীদ রায়হান, চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ); সাকিবুল আলম তমাল, শিক্ষার্থী (বাংলাদেশ); ইলিয়াস কমল, সাংবাদিক (বাংলাদেশ); তাহজীব জামি, আলোকচিত্র শিল্পী (বাংলাদেশ); সত্যজীৎ সরকার, শিক্ষার্থী (বাংলাদেশ); উ মং সিং, গবেষক (বাংলাদেশ); মোছাঃ শাহনাজ আক্তার শান্তনা, শিক্ষার্থী (বাংলাদেশ); জ্যোতি চাকমা, ব্যাবসায়ী (বাংলাদেশ); মোঃ বোরহান উদ্দিন খলিফা, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); ভাস্কর শর্মা, চাকরিজীবী (বাংলাদেশ); মোঃ বাবলুর রহমান, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); মিসবাহ জামিল, কবি (বাংলাদেশ); সত্যজিৎ রায়, ব্যাংকার (বাংলাদেশ); শারমিন শামীম বাবলী, শিক্ষার্থী (বাংলাদেশ); শেখ ফরিদ রাজু, শ্রমিক (বাংলাদেশ); পাভেল রায়হান, শিক্ষক (বাংলাদেশ); অনিন্দিতা মাইতি, শিক্ষার্থী (ভারত); আকাশ ত্রিপুরা, শিক্ষার্থী ও ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম (বাংলাদেশ); নাঈম মোহায়মেন, অধ্যাপক (যুক্তরাষ্ট্র); তাদাফফী হোসেন, মানবাধিকার কর্মী (বাংলাদেশ); আসমা বীথি, চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ); গোবিন্দ চন্দ্র বর্মন, শিক্ষক (বাংলাদেশ); অপূর্ব দাস, বেসরকারি চাকুরিজীবী (বাংলাদেশ); থৈলাপ্রু মারমা, শিক্ষার্থী (বাংলাদেশ); টোহেল চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); প্রান্তিক চৌধুরী, শিক্ষাকর্মী (বাংলাদেশ); রিগ্যান দেবনাথ, শিক্ষার্থী (বাংলাদেশ); আবদুল্লাহ আল মুজাহিদ, ভিডিও সম্পাদক (বাংলাদেশ); নুসরাত জাহান, সাংবাদিক (বাংলাদেশ); সামুয়েল ত্রিপুরা, শিক্ষক (বাংলাদেশ); পরিমল মন্ডল, শিক্ষার্থী (বাংলাদেশ); এক্যথোয়াইং মারমা, নাবিক (বাংলাদেশ); সুলতানা জেসমিন, স্বাস্থ্য তথ্য বিশেষজ্ঞ (কানাডা); সুদ্বীপ, শিক্ষার্থী (বাংলাদেশ); লাজুরী চাকমা, শিক্ষার্থীী (বাংলাদেশ); অভিনা চাকমা, শিক্ষক (বাংলাদেশ); জয়ন্তী রেজা, আলোকচিত্রী (বাংলাদেশ); মোঃ আবু হাসান সরদার, কৃষক (বাংলাদেশ); স্টিফেন বম, শিক্ষার্থী (বাংলাদেশ); রাসেল বিশ্বাস, আইনজীবী (বাংলাদেশ); ফাহাদ জামান, শিক্ষার্থী (বাংলাদেশ); শাহাদাৎ স্বাধীন, পিএইচডি শিক্ষার্থী, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (ভারত); অনুপ দাস, শিক্ষার্থী (বাংলাদেশ); প্রণব আচার্য্য, কবি ও গণমাধ্যম কর্মী (বাংলাদেশ); মোহাম্মদ খালেদ মিল্লাত, ব্যবসায়ী (যুক্তরাজ্য); মাসুমা আক্তার জাহান, আইনজীবী (বাংলাদেশ); ঋষিণ দস্তিদার, চিকিৎসক (বাংলাদেশ); তারান্নুম নিবিড়, ভিজুয়াল আরটিস্ট, রিসার্চার ( বাংলাদেশ); শেউতি সবুর, শিক্ষক (বাংলাদেশ); নীল মুহাম্মদ জাহাঙ্গীর, শিক্ষক (বাংলাদেশ); তারিকুল আলম, চাকরিজীবী, শিল্প মন্ত্রণালয় (বাংলাদেশ); সমীরন চক্রবর্ত্তী, শিক্ষক (বাংলাদেশ); সুশান্ত বর্মন, নাগরিক (বাংলাদেশ); আশীষ বিশ্বাস, শিক্ষক (বাংলাদেশ); তানভীর সোবহান, শিক্ষক ও অর্থনীতিবিদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ); অয়ন সেন গুপ্ত, চাকরিজীবী (বাংলাদেশ); রোশীনি ইফতেখার, শিক্ষার্থী (বাংলাদেশ); তেনজিং চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); আশফিক আহমদ, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); নিগম, শিক্ষার্থী (বাংলাদেশ); শ্রেয়া ভালুকদার, শিক্ষার্থী (বাংলাদেশ); নাদিম হাসান তোমাল, শিক্ষার্থী ও চাকরিজীবী (বাংলাদেশ); অন্তু শর্ম্মা, স্থপতি (বাংলাদেশ); অভিক সাহা, দোকানে চাকরিজীবী (যুক্তরাষ্ট্র); গৌতম কে শুভ, লেখক, সংগীত বিষয়ক গবেষক, উদ্যোক্তা (বাংলাদেশ); রবিন ত্রিপুরা, শিক্ষার্থী (বাংলাদেশ); কাব্য কৃত্তিকা, শিক্ষক (বাংলাদেশ); রবি বিকাশ চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); মোঃ খালিদ হাসান (আলো), বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); তুরন দাশ, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); ফাহমিদা আক্তার নিশা, গৃহিণী (বাংলাদেশ); নয়ন কুমার তঞ্চঙ্গ্যা, শিক্ষার্থী (বাংলাদেশ); মাহমুদ উল হাসান, সাবেক শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ); মির্জা নিয়াজ মোর্শেদ, শিক্ষার্থী (বাংলাদেশ); মীর ফাহিম শিব্বির উদয়, সাবেক ছাত্র নেতা, বিপ্লবী শিক্ষার্থী মৈত্রী (বাংলাদেশ); অন্তু চন্দ্র নাথ, চাকরিজীবী (বাংলাদেশ); অমিয় অহনা অর্চি, স্থপতি (বাংলাদেশ); রীটা ভাইওলেট রোজারিও, চাকরিজীবী (বাংলাদেশ); শিরিন ববি, চিকিৎসক (সুইডেন); জয়দীপ দে, ব্যবসায়ী (বাংলাদেশ); ঝুমকা চাকমা, চাকরিজীবী (বাংলাদেশ); মং চিং মারমা, কৃষক (বাংলাদেশ); সারাহ্ নাফিসা সাহিদ, সংগঠক (কানাডা); মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষক (বাংলাদেশ); মায়িশা তাসনিম ইসলাম, শিক্ষার্থী (বাংলাদেশ); নিউটন চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); জাহিদ জগৎ, লেখক, চিন্তক (বাংলাদেশ); চৌধুরী জোসেন, চাকরিজীবী (বাংলাদেশ); সানজিদা আকতার, চাকরিজীবী (বাংলাদেশ); রায়হানা বিশ্বাস, চিকিৎসক (বাংলাদেশ); তানভীর আহমেদ, ব্যবসায়ী (বাংলাদেশ); মোহাম্মদ ফারুক হোসেন, চাকরিজীবী (বাংলাদেশ); তৃষিত হিয়া, শিক্ষার্থী (বাংলাদেশ); শাহীন আফরোজ, সংবাদকর্মী (বাংলাদেশ); দিল্লুর রহমান, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); রাসনা রশিদ, শিক্ষক (বাংলাদেশ); সঞ্জিত বড়ূয়া, চাকরিজীবী (বাংলাদেশ); নিগুড় ম্রং, সাংস্কৃতিক কর্মী (বাংলাদেশ); সায়েদা রুদাইনা জান্নাত, ইন্টার্ণ (বাংলাদেশ); বিজয়া সুমি রখো, শিক্ষার্থী (বাংলাদেশ); নাহিদা আক্তার স্মৃতি, গৃহিণী (বাংলাদেশ); এখলাছুর রহমান আরিয়ান, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ); মোঃ আব্দুল্লা খান তপু, ব্যবসায়ী (বাংলাদেশ); রামিসা মালিহা জামিল, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); আয়েশা রাহমান চৌধুরী, গবেষক (বাংলাদেশ); দিগন্ত বাহার, চাকরিজীবী (বাংলাদেশ); নজির আমিন চৌধুরী জয়, বেকার (বাংলাদেশ); স্নিগ্ধা সুলতানা, শিক্ষার্থী (বাংলাদেশ); সপ্তর্ষি চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ যুব ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি (বাংলাদেশ); রাফসানুল এহসান, পাঠাগার সংগঠক (বাংলাদেশ); স্নিগ্ধা জামান, আলোকচিত্রী (বাংলাদেশ); নিজাম রাব্বী, চাকুরিজীবী (বাংলাদেশ); মোস্তফা ফারুক, প্রাক্তন সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (যুক্তরাজ্য); সুমিত রায়, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার ও রিসার্চার (বাংলাদেশ); নাজারা নাজু, এনজিও কর্মকর্তা (বাংলাদেশ); থোয়াই মং, শিক্ষক (বাংলাদেশ); সজীব দেবনাথ, শিক্ষার্থী (বাংলাদেশ); ড. সৌমিত জয়দ্বীপ, সহকারী অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ); সজিব তুষার, অধিকারকর্মী ও সাংবাদিক (বাংলাদেশ); মেহেদী হাসান, কৃষক (বাংলাদেশ); জাজং নকরেক, ফটোগ্রাফার (বাংলাদেশ); জর্জিয়া চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); স. মুহম্মদ নাহিন রহমান, স্থপতি, অ্যাক্টিভিস্ট (বাংলাদেশ); নাভিদ-উল-হাসান-রিসাদ, গ্রাফিক্স ডিজাইনার (বাংলাদেশ); রেক্সি জেসন গোমেজ, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার (বাংলাদেশ); মাজহারুল ইসলাম ওয়াসিম, বেসরকারি চাকরিজীবী (বাংলাদেশ); মোঃ নাসিম রেজা, শিক্ষক (বাংলাদেশ); শুভ মিস্ত্রী, শিক্ষার্থী (বাংলাদেশ); সায়রাত সালেকিন, গবেষক, লেখক (বাংলাদেশ); উৎপল সুজন, চাকরিজীবী (বাংলাদেশ); রেবেকা আহমেদ রকসি, সাবেক শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। (বাংলাদেশ); মারজিয়া আক্তার, শিক্ষার্থী (বাংলাদেশ); সামিরা ফারজানা, শিক্ষার্থী (বাংলাদেশ); শেফালি বেগম, কোম্পানি পরিচালক (যুক্তরাজ্য); উ অং সাইন মারমা, শিক্ষার্থী (বাংলাদেশ); নাসরিন আখতার, সাংবাদিকতা (বাংলাদেশ); ফেরদৌস আরা রুমী, অধিকারকর্মী (বাংলাদেশ); নাসরিন সিরাজ, নৃতাত্ত্বিক ও চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ); মোঃ রাকিবুল হাসান, মানব সম্পদ ব্যাবস্থাপনা. (বাংলাদেশ); ফরিদ ছিফাতুল্লাহ, চাকরিজীবী (বাংলাদেশ); সাইদুর রহমান, চাকরিজীবী (বাংলাদেশ); আলেকজান্ডার বম, শিক্ষার্থী (বাংলাদেশ); এম. ইফতেখার হোসেন, শিক্ষার্থী (বাংলাদেশ); পাইনুচিং মারমা, স্টুডেন্ট (বাংলাদেশ); ইশতিয়াক হোসেন অনি, শিক্ষার্থী (বাংলাদেশ); পাভেল ভট্টাচার্য্য, ব্যবসা (ভারত); মো: আবদুল খালেক, চিকিৎসক (বাংলাদেশ); সৌমিত্র দাস, শিক্ষকতা (বাংলাদেশ); সাদিয়া মরিয়ম রূপা, আলোকচিত্রী, শিক্ষক (বাংলাদেশ); অনুপম সেন অমি, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব ইস্টার্ণ ফিনল্যান্ড (ফিনল্যান্ড); দেবস্মিতা দে, গবেষক (বাংলাদেশ); প্রবাল মজুমদার, শিক্ষক (বাংলাদেশ); মুহতাসিম আল রাফি, শিক্ষার্থী (বাংলাদেশ); ইমন সাঈদ, বিজনেস এনালিস্ট, প্রজেক্ট ম্যানেজার (হংকং); অমিতাভ দেউরী, লেখক, কিউরেটর (অস্ট্রেলিয়া); পার্থ প্রতীম মন্ডল, প্রাইভেট চাকরিজীবী (বাংলাদেশ); আদিল আহমেদ, শিক্ষার্থী (বাংলাদেশ); শায়েখ উদ্দিন সোহান, শিক্ষার্থী (বাংলাদেশ); অংশেপ্রু মারমা, শিক্ষক, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয় (বাংলাদেশ); তাজবিহ-উল-হক, বেসরকারি চাকুরিজীবী (বাংলাদেশ); উখ্যাইমং মার্মা, চাকরিজীবী (বাংলাদেশ); সৈয়দ আসিফ সামদুন, স্ব-নিয়োজিত কর্মী (বাংলাদেশ); অপরাজিতা চাকমা, শিক্ষার্থী (জাপান); সুমিত কুন্ডু, শিক্ষার্থী (বাংলাদেশ); মোস্তাকিন হোসেন চৌধুরী, চিত্রগ্রাহক (বাংলাদেশ); সৈয়দ আরিফ, চাকরিজীবী (বাংলাদেশ); সাবিহা ইসলাম চৌধুরী, উদ্যোক্তা (বাংলাদেশ); উচসিং মার্মা, শিক্ষার্থী ( বাংলাদেশ); সোহেল হোসেন, চাকুরিজীবী (বাংলাদেশ); রাজেশ পাল, শিক্ষার্থী (বাংলাদেশ); মাহিন বিন জালাল, শিক্ষার্থী (বাংলাদেশ); আনিকা আকতার তুহিন, শিক্ষার্থী (বাংলাদেশ); ম্রাগ্য মার্মা, শিক্ষার্থী (বাংলাদেশ); রনেল চাকমা, প্রকৌশলী (বাংলাদেশ); নুমংপ্রু, চাকরিজীবী (বাংলাদেশ); সৈয়দ মেহরাজ কবির, শিক্ষকতা (বাংলাদেশ); আরিফ হাসনাত, শিক্ষার্থী (বাংলাদেশ); সুচিতা মল্লিক, রেডিওগ্রাফি (বাংলাদেশ); দীপেন, শিক্ষার্থী (বাংলাদেশ); সতেজ চাকমা, এনজিও কর্মী (বাংলাদেশ); রেক্সোনা পারভীন, উন্নয়ন সংস্থা (বাংলাদেশ); আহাতে শামুল হক, প্রাইভেট চাকরিজীবী (ইতালি); বিক্রমানন্দ চক্রবর্তী, শিক্ষার্থী (বাংলাদেশ); সুনীল ধর, অভিনেতা (বাংলাদেশ); মেহেরুন জেবিন, শিক্ষার্থী (বাংলাদেশ); মশহুদ মন্জুর বর্ষ, শিক্ষার্থী (বাংলাদেশ); শাশ্বতী রায়, শিক্ষার্থী (বাংলাদেশ); সোহান কবীর, কবি (বাংলাদেশ); হোসনা জাহান শিউলী, গবেষক, নৃবিজ্ঞান বিভাগ, আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় (নেদারল্যান্ডস); ইফসার লামিহা গোধূলী, শিক্ষার্থী (বাংলাদেশ); সামীন আফনান, শিক্ষার্থী ( বাংলাদেশ); মরিয়ম আক্তার, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় (বাংলাদেশ); শওকত আলী, অবসরপ্রাপ্ত (বাংলাদেশ); রিপন বড়ুয়া, চাকুরিজীবী (বাংলাদেশ); শাহানাজ পারভীন জোনাকি, ডেভলপমেন্ট প্রফেশনাল (বাংলাদেশ); জিসান রিয়াজ, শিক্ষার্থী (বাংলাদেশ); জহিরুল ইসলাম, সমাজকর্মী (বাংলাদেশ); জকি ওসমান, শিক্ষক (বাংলাদেশ); অনিক কর্মকার অন্তু, চিকিৎসক (বাংলাদেশ); এতিনা চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); কাজী শুসমিন আফসানা, শিক্ষক (বাংলাদেশ); আবুল কালাম আল আজাদ, সমন্বয়ক, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন (বাংলাদেশ); প্রতীক দত্ত, শিক্ষার্থী (বাংলাদেশ); ম্রাসা মারমা, শিক্ষার্থী (বাংলাদেশ); উদয় প্রমিত্র, বই পড়ুয়া (বাংলাদেশ); মেহেদী হাসান, শিক্ষক (বাংলাদেশ); রাজিব কৃষ্ণ, প্রাইভেট সার্ভিস (বাংলাদেশ); জাকির তালুকদার, কথাসাহিত্যিক (বাংলাদেশ); নাজুফান নাইমা, শিক্ষার্থী (বাংলাদেশ); শেখ মাসুকুর রহমান শিহাব, চাকরিজীবী (বাংলাদেশ); অন্বেষ চাকমা, শিক্ষার্থী (বাংলাদেশ); পূজা রোজারিও, ব্যবসায়ী (বাংলাদেশ); মনিকা তনচংগ্যা, শিক্ষার্থী (বাংলাদেশ); আনোয়ার হোসেন, ওয়েব ডেভেলপার (বাংলাদেশ); ওয়ালি-উল হক, ডকুমেন্টারি ফিল্মমেকার (বাংলাদেশ); বিপাশ তনচংগ্যা, শিক্ষার্থী (বাংলাদেশ); ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়, চাকরিজীবী (বাংলাদেশ); মালা সরকার, সরকারী চাকরিজীবী (যুক্তরাজ্য); সানজিদা খান রিপা, প্রোগ্রাম ম্যানেজার, এএলআরডি (বাংলাদেশ); কমলেন্দু রায়, চিকিৎসক (বাংলাদেশ); ইসমাম জামান, শিক্ষার্থী, ব্র্যাক ইউনিভার্সিটি (বাংলাদেশ); মেহরাজ রাহমান স্বপ্নিল, শিক্ষার্থী (বাংলাদেশ); দিব্য ভট্টচার্য, শিক্ষার্থী (বাংলাদেশ); ফাহমিদা খানম, সাধারণ জনগণ (বাংলাদেশ); ফজলুল করিম, শিক্ষক (বাংলাদেশ); কৃষ্ণা দাশ, শিক্ষার্থী (বাংলাদেশ); নিবরাছুল আলম, শিক্ষার্থী (বাংলাদেশ); কংকন হালদার, স্থপতি (বাংলাদেশ); আবু সাঈদ, শিক্ষক (বাংলাদেশ); দেবাশীষ ভঞ্জ, ব্যাংকার (বাংলাদেশ); উত্তম চাকমা, রাজনৈতিক কর্মী (বাংলাদেশ); মো: রিয়াজুল হক রানা, শিক্ষার্থী (বাংলাদেশ); সুপ্রীতি ধর, প্রতিষ্ঠাতা সম্পাদক, উইমেন চ্যাপ্টার (সুইডেন); মাহমুদা আক্তার মনীষা, শিক্ষার্থী (পর্তুগাল); ইঞ্জিব চাকমা, চাকরিজীবী (বাংলাদেশ); আহসান নাকিব, ব্যবসায়ী (বাংলাদেশ); শামীম রেজা, কৃষক (বাংলাদেশ); পুন্নি কবীর, পোস্টগ্র্যাজুয়েট গবেষক (জার্মানি); সুকান্ত সরকার, ব্যবসায়ী (বাংলাদেশ); ড. আখতার সোবহান খান মাসরুর, এন এইচ এস ইউ কে (যুক্তরাজ্য); শাহবাজ নাহিয়ান, শিল্পী (বাংলাদেশ); হুমায়ূন খান, বাসদ, সদস্য (যুক্তরাজ্য); রাইসুল বারী সিফাত, প্রাইভেট সার্ভিস (বাংলাদেশ); জয়রাজ চক্রবর্ত্তী, শিক্ষার্থী (বাংলাদেশ); আবদুল্লাহ মাহফুজ অভি, ইন্ডিপেনডেন্ট ফিল্মমেকার (বাংলাদেশ); পদ্মিনী চাকমা, আলোকচিত্রী (বাংলাদেশ); শাকিল আখতার, চিকিৎসক (বাংলাদেশ); জুয়েল দাশ রায়, রেস্টুরেন্ট ম্যানেজার (ফ্রান্স); তপু বড়ুয়া, প্রাইভেট চাকরিজীবী (ফ্রান্স); ফারজানা ওয়াহিদ সায়ান, সংগীত শিল্পী (বাংলাদেশ); ভ, ই কাস্ত্রো সাগর, শিক্ষার্থী, রাজশাহী কলেজ গণিত বিভাগ (পাবনা, বাংলাদেশ); নূরুননবী শান্ত, সোশ্যাল সেফগার্ডিং কনসালট্যান্ট, হিউম্যান রাইটস ডিফেন্ডার (বাংলাদেশ); রজত দাশ, প্রকৌশলী (ইউএই।); রিফাদ মেহতাব, শিক্ষার্থী, মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (বাংলাদেশ), মাহা মির্জা, লেখক ও গবেষক (বাংলাদেশ); মাহতাব উদ্দীন আহমেদ, লেখক ও গবেষক (বাংলাদেশ)।