Homeবিনোদনতারিক আনামকে প্রধান করে শিল্পী সংঘের ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন

তারিক আনামকে প্রধান করে শিল্পী সংঘের ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। এই সংগঠনটির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সংস্কারের দাবি জানান শিল্পীরা। সেই দাবির দর্শকপ্রিয় অভিনেতা তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর মহাখালীর এক কনভেনশন হলে জরুরি সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ করে।

চার মাস মেয়াদী নতুন এই কমিটি গঠন করা হয়।
দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ নামে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।

তবে সংস্কারকামী শিল্পীরা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা বিগত সরকারের দলীয়ভুক্ত ছিলেন তাদের পদত্যাগের দাবি তোলা হলেও কেউই পদত্যাগ করছেন না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নাসিম বলেন, আমাদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটির প্রধানই পারবেন।

আজ বৃহস্পতিবার থেকেই ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’র দায়িত্ব পালন করার কথা রয়েছে তারিক আনামের।

Exit mobile version