দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেন কেজরিওয়াল। তাঁর সঙ্গেই সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছেন আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা অতিশী মারলেনা।
কেজরি ও অতিশীর সঙ্গেই উপরাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আপ নেতা গোপাল রাই।
লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমকে কেজরির পদত্যাগ প্রসঙ্গে অতিশী বলেন, বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তার পক্ষে যথেষ্ট নয়। জনগণের রায় না পাওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না।
দিল্লির আবগারি মামলায় দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরই আপপ্রধান কেজরিওয়াল ঘোষণা দেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন।
গত রোববার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির (আপ) প্রধান জানান, দুই দিন পরই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। সঙ্গে এও জানান, আবার ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না। এরপর মঙ্গলবার দুপুরে কেজরিওয়ালের উপস্থিতিতে আপ বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম চূড়ান্ত হয়।
তার নাম আপ প্রধানই প্রস্তাব করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।