শিল্পকলা অ্যাকাডেমির গবেষণা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতি এবং প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইল আফসানা ইকোকে অফিসে অবরুদ্ধ করে রেখেছেন অ্যাকাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ মঙ্গলবার সকালে অফিসে এলে তাদের অবরুদ্ধ করে রাখেন বিক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা।
জ্যোতিকা জ্যোতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তারকারের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর মূলহোতা বলেও অভিযুক্ত। আর ইকো শিল্পকলা একাডেমির পরিচালকের পাশাপাশি সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
জানা গেছে, জ্যোতিকা জ্যোতি এদিন অফিসে প্রবেশের পরই সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি বাধ্য হয়ে শিল্পকলা একাডেমি থেকে চলে যান। গত সরকারের সময় তিনি পরিচালক হিসেবে শিল্পকলা একাডেমিতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।