Homeজাতীয়জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

গত রোববার বিশ্ববিদ্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), আবাসিক হলগুলোর প্রভোস্ট, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, উপ-রেজিস্ট্রারসহ (শিক্ষা) অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় নবনির্মিত বীরপ্রতীক তারামন বিবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া আবাসিক হলগুলোর প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম তদারক করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও হল প্রভোস্টদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
আবাসিক হলগুলোর শিক্ষার্থী অনুপাতে জনবল পুনর্বণ্টন করারও সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলগুলোতে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের অতি দ্রুত হল ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা হয়।

Exit mobile version