বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত দিনমজুর শহীদ তুহিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এ সময় প্রতিনিধি দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটিকে সহমর্মিতা জানান।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহীদ দিনমজুর তুহিনের মানিকগঞ্জের সিংগাইরে তার বাসায় যান প্রতিনিধি দলটি।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য শাকিল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম বিপ্লব, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশিদুল ইসলাম রিপন।
এতে আরও উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলীম এবং শাহীনুর ইসলাম রনি ও মো. তাজবীর খান প্রমুখ।