Homeবিনোদনওটিটিতে 'তুফান' দেখার তারিখ জানা গেল

ওটিটিতে ‘তুফান’ দেখার তারিখ জানা গেল

ঈদুল আযহা উপলক্ষে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরেও ঝড় তোলে এ সিনেমা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্সসহ আরও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘তুফান’।

‘তুফান’ মুক্তি পাচ্ছে চরকিতে– ১ সেপ্টেম্বর ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণাটি দেয় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তারপর থেকে ভক্তদের একটাই প্রশ্ন ‘কবে?’, ‘কবে আসছে তুফান?’। দর্শকের কাঙ্ক্ষিত উত্তরটি দিয়েছে চরকি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজে জনানো হয়, আর মাত্র ৯ দিন অপেক্ষা করতে হবে দর্শকদের, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে ‘তুফান’।

প্রেক্ষাগৃহে সিনেমার টিকিট পাওয়া না পাওয়ার বিভ্রান্তি নিয়ে থাকতে হবে না দর্শকদের। যেকোনো জায়গা থেকে সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখা যাবে। যারা চরকির সাবস্ক্রাইবার, তারা সিনেমাটি দেখতে পাবেন মুক্তির সঙ্গে সঙ্গেই।

দেশ বিদেশে ব্যাপক সফলতা পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। চরকি কর্তৃপক্ষ জানান, দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তুফান’। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক–শ্রোতাদের। যার একটি ‘লাগে উরা ধুরা’ অন্যটি ‘দুষ্টু কোকিল’। আকাশের লেখা ও সুর করা ‘দুষ্টু কোকিল’ বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে।

‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

Exit mobile version