Homeসর্বশেষ সংবাদআবু সাঈদ হত্যা: গ্রেফতার দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

আবু সাঈদ হত্যা: গ্রেফতার দুই পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ওই দুই পুলিশ সদস্যের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন রংপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) এসপি জাকির হোসেন। শুনানি শেষে আদালতের বিচারক আসাদুজ্জামান তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন: তাজহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এর আগে সকাল ৮টার দিকে কড়া নিরাপত্তায় ওই দুই আসামিকে আদালতে হাজির করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রংপুর পিবিআইয়ের এসপি জাকির হোসেন জানান, ওই দুই পুলিশ সদস্য আগে থেকে পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। তাদের গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ৩ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় এএসআই আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীরদের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। এ ঘটনায় পুলিশ ও আবু সাঈদের পরিবার আলাদ দুটি মামলা করেছে।

Exit mobile version