Homeখেলাক্রিকেটরদবদল হতে পারে পাকিস্তানের অধিনায়কত্বে

রদবদল হতে পারে পাকিস্তানের অধিনায়কত্বে

পাকিস্তান ক্রিকেট দলে অধিনায়কত্বের পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে সাদা বলের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরিয়ে মোহাম্মদ রিজওয়ানকে দেয়া হতে পারে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে খবরটি জানা গেছে।এ বিষয়ে পিসিবির এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা রয়েছে।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট- চ্যাম্পিয়ন্স কাপের জন্য পাঁচটি দল ঘোষণা করেছে।সেখানে নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, মোহাম্মদ হারিস ও সৌদ শাকিল।

কিন্তু সেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়নি বাবরকে।চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে নেতৃত্ব দেওয়ার সুযোগ না দেওয়াটা ইঙ্গিত দেয় যে তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে আর থাকছেন না।উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই বছরের ৩১ মার্চ আবারও বাবরকে সাদা বলের অধিনায়ক করা হয়। কিন্তু তার নেতৃত্বে এ বছরে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ঘানি টানতে হয়েছে পাকিস্তানকে।

Exit mobile version