Homeবাংলাদেশফেইসবুক আইডি হ্যাক হয়েছিল সায়মন সাদিকের

ফেইসবুক আইডি হ্যাক হয়েছিল সায়মন সাদিকের

কোটা সংস্কার আন্দোলন চলাকালে আওয়ামী পন্থী শোবিজের নামকরা কয়েকজন তারকাদের নিয়ে গঠিত হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই গ্রুপে ছিলেন চিত্রনায়ক সায়মন সাদিকও।

সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে! তারা মত দেন, যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। একটি মেসেজে অভিনেত্রী অরুণা বিশ্বাস লেখেন, ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিলেই সব ঠিক হয়ে যাবে।

এদিকে, শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টে সায়মন সাদিক জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। আবার ফিরেই পেয়েছেন।

তিনি লিখেছেন, গত দুইদিন আমার ফেইসবুক আইডি এবং পেইজ আমার নিয়ন্ত্রণে ছিল না! আজ আমি তা আমার নিয়ন্ত্রণে এনেছি।

পরিশেষে সকলকে ধন্যবাদ জানান এই অভিনেতা।

জানা গেছে, আলো আসবে নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার বিষয়ে ক্ষমা চেয়েছেন সায়মন সাদিক।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।

Exit mobile version