রাজধানীর বঙ্গবাজার এলাকায় চাঁদাবাজির সিন্ডিকেট নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়াসহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে ওই হামলার ঘটনার পর সন্ধ্যায় হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে এ নিয়ে সমাবেশ করে ছাত্ররা। সারজিস জানান, বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ ছাত্র-জনতা মেনে নেবে না।
সাদী ছাড়া আহত আরেকজন হলেন মো. নাহিদ। তিনি জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া হামলায় এক ব্যবসায়ীও আহত হয়েছেন বলে জানা গেছে।