Homeখেলানতুন অধিনায়কের নাম ঘোষণা করল জার্মানি

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল জার্মানি

ইল্কে গুন্ডোগানের অবসরে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন জসুয়া কিমিখ। আট সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু হবে তার। তিনদিন পর নেদারল্যান্ডসের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে জার্মানি। ইউরোর ব্যর্থতা ভুলে উয়েফা নেশন্স লিগে দুই ম্যাচেই জয় চান কোচ নাগেলসম্যান। নয়্যার, ক্রুসদের মতো ফুটবলারের অবসর জাতীয় দলে বড় ঘাটতি তৈরি হলেও, নতুনদের ওপর আস্থা রাখছেন জার্মান কোচ।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার হৃদয় ভেঙ্গে শিরোপা জয়ের পর থেকে সাফল্য যেন সোনার হরিণ হয়ে গেছে জার্মানির জন্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েও বিদায় গ্রুপ পর্ব থেকে। চার বছর পর মরুর বুকেও ঝর তুলতে ব্যর্থ ডাইমানশাফট। সেবারও বিদায় গ্রুপ পর্ব থেকে।

টানা দুই বিশ্বকাপে ভরাডুবি। কোচ পরিবর্তন করেও ভাগ্যের পরিবর্তন হয়নি জার্মানির। নিজেদের মাটিতে ইউরো জিতে সুদিন ফেরানোর আশায় ছিলো জার্মানি। কিন্তু এবারও ব্যর্থ নাগেলসম্যানের দল। অভিজ্ঞও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে ইউরোর মিশনে নেমে স্পেনের ইতিহাস গড়ার মিশনে আবারও কপাল পুড়েছে ডাইমানশাফটদের। কোয়ার্টার ফাইনাল থেকেই হতাশ হয়ে বিদায় নিতে হয় স্বাগতিকদের।

ইউরোর ব্যর্থতার পর এবার আসন্ন নেশন্স লিগে চোখ রাখছেন কোচ নাগেলসম্যান। ইউরো শেষে অবসরে গেছেন অভিজ্ঞ নয়্যার, টনি ক্রুস, ইল্কে গুন্ডোগান ও থমাস মুলারের মতো তারকা। তাদের শূন্যতা কতোটা ভোগাবে দলকে? বিষয়টা মেনে নিলেন নাগেলসম্যান। আশা নতুনরাই পূরণ করবে সিনিয়রদের শূন্যতা।

জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘ম্যানুয়েল নয়্যার, ক্রুসদের মতো ফুটবলাররা সব সময় জাতীয় দলে আসেন না। তাদের মতো ফুটবলারের অবসরে যাওয়া বড় ঘাটতি তৈরি হয়েছে দলে। তবে, যেতে তো একদিন হবেই। আশা করছি নতুনরা সে জায়গাটা পুরোপুরি নিতে পারবে।’

নেশন্স লিগে এবার লিগ ‘এ’-এর গ্রুপ-৩ তে খেলবে জার্মানি। গ্রুপে তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি, নেদারল্যান্ডস ও বসনিয়া ও হার্জেগোভিনা। আট সেপ্টেম্বর প্রথম ম্যাচে জার্মানদের প্রতিপক্ষ হাঙ্গেরি। ১১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দুই ম্যাচেই জয়ের লক্ষ্য জার্মানির। গুন্ডোগানের অবসরে জার্মানির নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছে জসুয়া কিমিখ। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক অ্যান্তোনিও রুডিগার ও আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ।

জার্মানির হয়ে ২০১৬ সালে অভিষেক হয়েছে কিমিখের। ২৯ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের হয়ে খেলেছেন ৯১টি ম্যাচ।

সর্বশেষ খবর