Homeআন্তর্জাতিককঙ্গোতে কারাগার থেকে পালানোর সময় ১২৯ কয়েদি নিহত

কঙ্গোতে কারাগার থেকে পালানোর সময় ১২৯ কয়েদি নিহত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডি আর কঙ্গো) একটি কারাগার থেকে পালানোর সময় অন্তত ১২৯ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২ সেপ্টেম্বর) দেশটির রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগারে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডি আর কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানী লুকু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, কারাগারের প্রশাসনিক ভবন, খাদ্য ডিপো ও একটি হাসপাতালেও আগুন লেগেছে। প্রায় ৫৯ ব্যক্তি আহত হয়েছেন।

ভিডিওতে দেয়া এক বিবৃতিতে লুকু বলেন, ‘মাকালা কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর সময় ব্যাপক প্রাণহানি ও উল্লেখযোগ্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।’

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে এক কারা কর্মকর্তার বরাতে বলা হয়েছিল, কোনো বন্দী পালাতে পারেনি। যারা পালানোর চেষ্টা করেছিল তাদের হত্যা করা হয়েছে। সরকার ঘটনার তদন্ত করছে।

Exit mobile version