মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডি আর কঙ্গো) একটি কারাগার থেকে পালানোর সময় অন্তত ১২৯ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২ সেপ্টেম্বর) দেশটির রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগারে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডি আর কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানী লুকু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, কারাগারের প্রশাসনিক ভবন, খাদ্য ডিপো ও একটি হাসপাতালেও আগুন লেগেছে। প্রায় ৫৯ ব্যক্তি আহত হয়েছেন।
ভিডিওতে দেয়া এক বিবৃতিতে লুকু বলেন, ‘মাকালা কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর সময় ব্যাপক প্রাণহানি ও উল্লেখযোগ্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।’
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে এক কারা কর্মকর্তার বরাতে বলা হয়েছিল, কোনো বন্দী পালাতে পারেনি। যারা পালানোর চেষ্টা করেছিল তাদের হত্যা করা হয়েছে। সরকার ঘটনার তদন্ত করছে।