Homeআন্তর্জাতিকভারতে ট্রেনে গোমাংস নিয়ে ভ্রমণ সন্দেহে বৃদ্ধকে মারধর-হেনস্থা

ভারতে ট্রেনে গোমাংস নিয়ে ভ্রমণ সন্দেহে বৃদ্ধকে মারধর-হেনস্থা

ট্রেনে গো-মাংস নিয়ে ভ্রমণের অপরাধে ভারতের মহারাষ্ট্রে এক বৃদ্ধকে মারধর ও হেনস্থা করার ঘটনা ঘটেছে। প্রায় ডজন খানেক মানুষের এক বৃদ্ধকে হেনস্থা করা হলেও কেউ কিছু বলেনি। অনেকের মুখে ছিলো হাসি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন ঘটনা দেখা যায়।

 মুনিয়ার আশরাফ নামে ষাটোর্ধ এক বৃদ্ধকে জেরা করছে কিছু যুবক। তাদের অভিযোগ বৃদ্ধের সাথে থাকা প্লাস্টিকের বক্সে গোমাংস আছে।

তোমার বক্সের ভিতর কি, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাচ্ছো, কে কে এই মাংস খাবে ইত্যাদি নানান প্রশ্নে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সেই বৃদ্ধ।

পরে জানা যায়, বৃদ্ধ মুনিয়ার আশরাফের বাড়ি জলগাও জেলায়। সে প্লাস্টিকের বক্সের ভিতর মহিষের মাংস নিয়ে তার মেয়ের বাড়ি মেলগাও জেলার ঢুলে গ্রামে যাচ্ছিলেন।

উল্লেখ্য, মহারাষ্ট্রের প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যেখানে গাভী, ষাঁড়, বলদ জবাই করা নিষিদ্ধ। তবে মহিষের ব্যাপারে এই আইনে কিছু বলা হয়নি।

মহারাষ্ট্রের রেলওয়ে পুলিশ কমিশনার বলেছে, আমরা এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেছি। ভুক্তভোগী বৃদ্ধের সাথেও কথা বলা হয়েছে। পুলিশ ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা করছে।

Exit mobile version