২২ জন যাত্রী নিয়ে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় একটি হেলিকপ্টা নিখোঁজ হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাশিয়ার ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্টের প্রাথমিক তথ্যের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন ক্রু ও ১৯ জন যাত্রী নিয়ে এমআই-৮টি হেলিকপ্টারটি পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলের ভাচকাজেটস আগ্নেয়গিরি থেকে মাইকোলাইভকা গ্রামে যাচ্ছিল।
রয়টার্স বলছে, হেলিকপ্টারটি নির্ধারিত সময়ে গন্তব্যে অবতরণ করেনি এবং কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিল। নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
এমআই-৮ একটি দুই ইঞ্জিনের হেলিকপ্টার, যা ১৯৬০ এর দশকে ডিজাইন করা হয়েছিল। এটি ব্যাপকভাবে রাশিয়ায় ব্যবহৃত হয়। এ ছাড়া অন্যান্য আরও কিছু দেশেও এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করা হয়।