যতো সময় যাচ্ছে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমছে। মুল্যস্ফীতি এতো বেড়ে ছিল যে অর্থনৈতিকভাবে দেশটির ভঙ্গুর অবস্থা হয়েছিল।
আজ আগস্ট মাসের শেষ দিনে শূন্য দশমিক ৫ শতাংশে নেমে এসেছে মুল্যস্ফীতি । এরফলে খাদ্য থেকে শুরু করে খাদ্যবহির্ভূত পণ্য—সবকিছুর দাম আগস্ট মাসে কমেছে।
খবর , এএফপির।
বিদ্যুতের দাম ২২ দশমিক ৫ শতাংশ কমেছে। সেই সঙ্গে পানি, জ্বালানি ও রান্নার গ্যাসের দাম কমেছে। মূলত এসব কারণে আগস্ট মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এতটা কমেছে।
প্রতিবেদনে বলা হয়, আগের বছরের অর্থাৎ ২০২৩ সালের আগস্ট মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ছিল ৪ শতাংশ; চলতি বছরের জুলাই মাসে যা ছিল ২ দশমিক ৪ শতাংশ। সেখান থেকে একধাপে তা ১ শতাংশের নিচে নেমে এসেছে। শ্রীলঙ্কার পরিসংখ্যান মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি বছরের আগস্ট মাসে গৃহায়ণ, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির দাম আগের মাসের তুলনায় দাম কমেছে। এসব পণ্যের দাম জুলাই মাসের তুলনায় কমেছে ৬ দশমিক ৮ শতাংশ। জুলাই মাসেও জুনের তুলনায় দাম কমেছিল শূন্য দশমিক ৮ শতাংশ।
আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের আগে পণ্যমূল্য খুব একটা বাড়বে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।