Homeআন্তর্জাতিকশিশুকে মারধর করে সাইকেল নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

শিশুকে মারধর করে সাইকেল নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে বিরজেইট শহরে অভিযান চালানোর সময় একটি শিশুকে মারধর করেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে আল জাজিরা।

শিশুটি সাইকেল চালানোর সময় তাকে থামিয়ে সাইকেল কেড়ে নেওয়া হয় বলে উল্লেখ করেছে ওয়াফা। এসময় তাকে মেরে ক্ষত-বিক্ষত করা হয় বলেও উল্লেখ করা হয়।

গত ৭ অক্টোবর থেকেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে শিশুদের নিয়মিত লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ৭০০ শিশুকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এখনও ২৫০ জন শিশু ইসরায়েলি হেফাজতে রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।

Exit mobile version