রাশিয়ার সামরিক বাহিনী শুক্রবার বলেছে যে তারা পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রাম দখল করেছে, যেখানে কিয়েভ রাশিয়ার ভূখণ্ডে একটি বড় আন্তঃসীমান্ত আগ্রাসন চালালেও তার বাহিনী অগ্রসর হচ্ছে।
পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রাম দখল করার দাবি জানিয়েছে রাশিয়া। শুক্রবার (৩০ আগস্ট) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের দখলকৃত দোনেৎস্ক, লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের শহর ও গ্রামের নিয়ন্ত্রণ পেয়েছে।
এর আগে, রাশিয়ার প্রায় ১ হাজার ৩০০ বর্গকিলোমিটার, (প্রায় ৫০০ বর্গমাইল) এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে ইউক্রেন।
ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্দর সিরস্কি দাবি করেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজার ৩০০ বর্গকিলোমিটার, অর্থাৎ প্রায় ৫০০ বর্গমাইল এলাকা কিয়েভের নিয়ন্ত্রণে এসেছে। এছাড়াও এই অঞ্চলের অন্তত ১০০ রুশ স্থাপনার দখলও এখন ইউক্রেনের। ইউক্রেনের দাবি, কুরস্কে বিগত কয়েক দিনের অভিযানে তারা রাশিয়ার ৫৯৪ জন সেনাকে আটক করেছেন।