Homeআন্তর্জাতিক২৮ আফগানকে নির্বাসনে পাঠালো জার্মানি

২৮ আফগানকে নির্বাসনে পাঠালো জার্মানি

অপরাধমূলক কাজের জন্য ২৮ আফগানকে নির্বাসনে পাঠিয়েছে জার্মানি। ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর এই প্রথম এই ধরণের পদক্ষেপ নিল জার্মানি।

জার্মান সরকারের মুখপাত্র স্টেফান হেবেস্ট্রেট শুক্রবার  বলেছেন, এরা আফগান নাগরিক ছিল, যাদের সকলেই অপরাধী, যাদের জার্মানিতে থাকার কোন অধিকার ছিল না এবং তাদের বিরুদ্ধে নির্বাসনের আদেশ জারি করা হয়েছে।

পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, কাতার এয়ারওয়েজের চার্টার জেটটি নির্বাসিতদের নিয়ে সকালে কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ নিশ্চিত করেছে যে ফ্লাইটে থাকা আফগান নাগরিকরা সবাই পুরুষ।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেন, ‘আমাদের নিরাপত্তা ও আইন মেনে তাদের বের করে দেওয়া হয়েছে। ’ এ কাজে সহযোগিতার জন্য ফেডারেল পুলিশ ও সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ দিয়েছেন তিনি।

জুন মাসে, চ্যান্সেলর ওলাফ স্কোলজ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জার্মানি আবার অপরাধীদের নির্বাসন শুরু করবে। ম্যানহেইমে একজন আফগান অভিবাসীর ছুরির হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং চারজন আহত হওয়ার পরে এই নিয়ে সমালোচনা শুরু হলে দেশটি এই সিদ্ধান্ত নেয়

Exit mobile version