Homeজেলা“শেরপুরে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মান” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

“শেরপুরে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মান” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেরপুর (বগুড়া) প্রতনিধি।।

গত ২৭ আগস্ট “শেরপুরে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মান” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট। গত ২৯ আগস্ট বাংলাদর্পণের কাছে লিখিত এক চিঠিতে তিনি এই প্রতিবাদ জানান।

সম্রাট জানান, গত ২৭ আগস্ট বাংলাদর্পণসহ বিভিন্ন গণমাধ্যমে “শেরপুরে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মান” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে আমি সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মান করছি। প্রকৃত সত্য এই, শেরপুর বাসস্ট্যান্ডে আমার ও আমার ভাই-বোনদের পৈতৃক সম্পত্তিতে আগে থেকেই পাকা ভবন ছিল। সম্প্রতি সরকার আমাদের জায়গা ও ভবনের একাংশ অধিগ্রহণ করেছে। সরকার রাস্তা ও ড্রেইন নির্মাণ করার পরও কিছু জায়গা অবশিষ্ট আছে। আমার পারিবারের লোকজন সেখানে ছোট একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়। আমার জানা মতে সেটি আমাদের নিজস্ব সম্পত্তি। কিন্তু এলকার কিছু ব্যক্তি চক্রান্ত করে গণমাধ্যমকর্মীদের আমার নাম ও সাংগঠনিক পদবী জড়িয়ে ভুল তথ্য দিয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হওয়ায় আমার সুনাম ক্ষুন্ন হয়েছে। তাই আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।“

এ বিষয়ে বাংলাদর্পণের শেরপুর (বগুড়া) প্রতনিধি জানান, “সরেজমিনে উপস্থিত ব্যক্তিদের তথ্য ও বক্তব্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। সংবাদ প্রকাশের পূর্বে আমরা অভিযুক্ত অনেকের বক্তব্য নিয়েছি। কিন্তু অনেক বার চেষ্টা করেও তরিকুল ইসলাম সম্রাটের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাই আমাদের তথ্যের অসম্পূর্ণতা থাকতে পারে।“

সর্বশেষ খবর