রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর দড়িখরবোনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে। এই সময়ে একটি বিশেষ গোষ্ঠি লুটপাটে মেতে উঠেছে।
তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে।
সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে সেজন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে থাকলে চব্বিশের বিপ্লবের ছাত্র-জনতার যে প্রত্যাশা তা মাটিচাপা পড়ে যাবে।
মানববন্ধন থেকে রাজশাহীর চার সাংবাদিকের নামে দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের মামলাসহ দেশের সকল স্থানে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি রাজশাহীর ফটো সাংবাদিক আজাহার উদ্দিন এবং বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের বাড়িতে হামলার নিন্দা জানানো হয়।