Homeজাতীয়বন্যায় ৭ জেলায় মৃত্যু ২৭: দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

বন্যায় ৭ জেলায় মৃত্যু ২৭: দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বন্যায় এখনো ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার পানিবন্দি অবস্থায় আছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে বন্যা পরিস্থিতি সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

বন্যায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিহত হয়েছেন কুমিল্লায়, ১০ জন।

এছাড়া ফেনীতে ১, চট্টগ্রামে ৫, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৫, ব্রাহ্মণবাড়িয়াতে ১, লক্ষীপুরে ১ এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন। মৌলভীবাজারে নিখোঁজ রয়েছেন দুইজন।

সর্বশেষ খবর