ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেছেন ব্যাংক লুটপাটে সাধারণ ব্যবসায়ীরা জড়িত নয়। বরং লুটপাটের কারণে সাধারণ ব্যবসায়ীরাই ভুগছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
ঋণ প্রবাহ যেন ঠিক রাখা হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংককে প্রস্তাব দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ প্রবাহ ঠিক রাখতে সুদহার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে এ বৈঠকে।
তিনি বলেন, খেলাপি ঋণের কারণেই এখন নীতি সুদহার বাড়ছে। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের যে কোনো পদক্ষেপে ডিসিসিআই পাশে থাকবে বলেও জানান সংগঠনটির প্রেসিডেন্ট।