Homeবাংলাদেশঅপরিবর্তিত পদ্মা নদীর পানি প্রবাহ

অপরিবর্তিত পদ্মা নদীর পানি প্রবাহ

রাজশাহী অঞ্চলে এখনো পর্যন্ত বন্যার কোনো পূর্বাভাস নেই। গতকাল সোমবার সন্ধ্যা থেকে অপরিবর্তিত রয়েছে পদ্মা নদীর পানি প্রবাহ। বিপদ সীমার পৌনে দুই মিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পানির প্রবাহ ছিল ১৬.২৮ মিটার।

তবে ১৮.০৫ মিটারের উপরে প্রবাহিত হলেই বিপদ সীমা অতিক্রম করবে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেছুর রহমান।

তিনি বলেন, আগামী ৫ দিনের মধ্যে রাজশাহী অঞ্চলে বন্যার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি।

এদিকে, ফেনী, কুমিল্লা, হবিগঞ্জসহ দেশের বেশ কিছু জেলা বন্যার কবলে। পানিবন্দি লাখ লাখ মানুষ। ভয়াবহ এই বন্যায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Exit mobile version