স্বৈরাচার বিরোধী আন্দোলনেও নজরুলের গান-কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এছাড়া গত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত বাঁধ খুলে দিয়ে দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির কবরে ফুল দিতে এসে এ কথা বলেন রিজভী।
তিনি বলেন, ছাত্র-জনতার যে আন্দোলন, আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা এবং জনতা সম্মিলিতভাবে এক ভয়ংকর দানবীয় স্বৈরশাসকের পতন ঘটিয়েছে।
সেই আন্দোলনের উত্তাল ঢেউয়ের মধ্যে আপনারা শুনেছেন, কারার ঐ লৌহকপাট। যখন কারাগারে যাই, নজরুলের গান গাই। আমরা যখন মিছিল করি, নজরুলের গান গাই। আমরা যখন স্লোগান দেই, নজরুল আমাদেরকে প্রেরণা দেয়।
এদিকে, কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন সকাল থেকেই ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সংগঠন। এসময় শুধু মুখে মুখে নয়, নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে সরকারিভাবে স্বীকৃতি বা প্রজ্ঞাপন জারির দাবি করেন তারা।