বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এ আবেদন করা হয়। ইনুর উপস্থিতিতে এ রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে আটক করে ডিবির একটি টিম। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহাজান আলীকে গুলি করে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। শাজাহানের মা আয়েশা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় এই মামলা করেন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ। ইনু ২০১৪-২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন তিনি।