বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার তাদের ৪২ হাজার ক্যাডারকে আনসারে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ এই কথা বলেন।
এসময় তিনি বলেন, সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২২ জনের নাম প্রকাশ করুন।
তিনি বলেন, সরকারে আর বুদ্ধিজীবী দরকার নাই বরং ছাত্রদের আরও যুক্ত করা যায়।
প্রধান উপদেষ্টাকে বিএনপি সহযোগিতা করবে বলে উল্লেখ করে তিনি জানান, আমরা শুধু বলবো, আপনারা দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যান। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে নির্বাচন দিতে হবে দাবি করে হাফিজ উদ্দিন বলেন, আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, রোডম্যাপ দিন।
হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগ সীমালঙ্ঘন করায় আল্লাহ শাস্তি দিয়েছে। দেশ থেকে পালায় না খালেদা জিয়া, বাকিরা পালায়। প্রতিবেশী দেশের মদদে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো। জনতা জেগেছে, বিচারপতিরা পালিয়েছে। ওরা বিচারপতি নয়, দুর্বৃত্ত। অন্তর্বর্তীকালীন সরকার বলা হলেও তারা মূলত বিপ্লবী সরকার। ভারত সরকারকে আহ্বান জানাই খুনি সরকারের প্রধান শেখ হাসিনাকে যেন দেশে ফেরত পাঠায়। স্বৈরশাসককে বিদায় করায় সেনাবাহিনীকে অভিনন্দন।
তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলনে ছাত্রদের সাথে অভিভাবক, জনগণ ছিলো। বিএনপি ক্ষমতায় এলে সিটিজেন আর্মি তৈরি করবে বলেও এসময় জানান তিনি।