বন্যার্তদের জন্য গঠিত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (২৫ আগস্ট) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুদান দেন রাষ্ট্রদূত।
এ সময় ইয়াও ওয়েন অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানানোর পাশাপাশি প্রধান উপদেষ্টা ইউনূসকে অভিনন্দন জানান।
সাক্ষাতে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে চীন সহযোগিতা করবে বলে জানান রাষ্ট্রদূত।
প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ কাটিয়ে উঠবে বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনা দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ বন্যায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে মর্মাহত চীন। চীনের রেডক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে নগদ ১ লাখ ডলার অনুদান দেবে।ৃৃ